ভারতবর্ষের কোন স্থানে নেতাজী প্রথম বলেছিলেন “ তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব”

ভারতবর্ষের কোন স্থানে নেতাজী প্রথম বলেছিলেন “ তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব”

নিউজ ডেস্কঃ ভারতবর্ষকে স্বাধীন করার জন্যে অনেক বীরযোদ্ধারাই এগিয়ে এসেছিলেন।এবং দেশের  জন্য শহিদও হয়েছেন।তাই তাদের কৃতিত্ব তো ভাষায় প্রকাশ করা যায় না।অনেক বীরযোদ্ধা দেশের জন্য শহিদ হয়ে অমর হয়েছেন তাদের মধ্যে একজন হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।নেতাজীর বীরত্ব নেতাজীকে অমর করেছে দেশবাসীদের হৃদয়ে।নেতাজিকে চরমপন্থি নেতা বলা হয়ে থাকে কারন তিনি বিশ্বাস করতেন যে মহাত্মা গান্ধীর অহিংসার এবং সত্যাগ্রহ নীতি ভারতের স্বাধীনতা আনার ক্ষেত্রে যথেষ্ট নয়। এই কারণে তিনি সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন। যার কারনেই তাঁকে ভারতীয় কংগ্রেসের সভাপতির পদ ত্যাগ করতে হয়েছিলেন।সুভাষচন্দ্রের একটি বিখ্যাত উক্তি ছিল সেটি হল “ তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব”।এই উক্তিটি কবে প্রথম ব্যবহার করেছিলেন এবং কোথায় জানেন?

সুভাষচন্দ্রের একটি বিখ্যাত উক্তি ছিল সেটি হল “ তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব”। এই উক্তিটি ৪ জুলাই ১৯৪৪ সালে বর্মার এক র‍্যালিতে বলেছিলেন।এছাড়াও নেতাজীর আর একটি বিখ্যাত উক্তি হল ‘ভারতের জয়’ (জয় হিন্দ) যা  পরবর্তীতে ভারত সরকার গ্রহণ করে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *