December 26, 2020

চীনের হাতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান থাকতেও রাফালেকে ভয় পাচ্ছে কেন?

নিউজ ডেস্কঃ রাফালে। ফ্রান্সের এই যুদ্ধবিমান আসার পর ভারতের শত্রুপক্ষের অবস্থা খারাপ হয়েছে তা বলাই বাহুল্য। কারন ইতিমধ্যে পাকিস্তান চীনের থেকে বেশ কিছু অত্যাধুনিক যুদ্ধবিমান অর্ডার করতে চলেছে বলে সূত্রের খবর। তবে রাফালেকে এতো ভয় পাওয়ার কারন কি? বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধবিমানটি ৩.৫ জেনারেশানের যুদ্ধবিমানের হলেও  পঞ্চম প্রজন্মের যেকোনো যুদ্ধবিমানের সাথে খুব সহজেই টেক্কা দিতে পারবে। এর অত্যাধুনিক ক্ষমতা সহ রয়েছে বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র।

পাকিস্তানের যে যুদ্ধবিমান ভারতবর্ষের মাথা ব্যাথার কারন। রইল তার বিধ্বংসী রুপ

নিউজ ডেস্কঃ আমেরিকার তৈরি করা বেশ কিছু যুদ্ধবিমান যে পৃথিবীর অন্যতম সেরা যুদ্ধবিমান তা আর নতুন করে কিছু বলার নেই। তবে আমেরিকার তৈরি করা যুদ্ধবিমান গুলি পাকিস্তান এবং তুরস্কের মতো দেশের হাতে থাকার ফলে বেশ কিছুটা চিন্তার। তবে বর্তমানে আমেরিকা এই যুদ্ধবিমান গুলিকে আপগ্রেড করতে অস্বীকার করেছে। আর সেই কারনে বেশ কিছুটা সমস্যায় পড়েছে পাকিস্তান এবং তুরস্ক। তবে ৪০ বছর আগে তৈরি হওয়া এই ফ ১৬ যুদ্ধবিমান গুলি যে যেকোনো

আমেরিকার এই যুদ্ধবিমানের জুড়ি মেলা ভার। হাতে পেতে পারে ভারতবর্ষ?

নিউজ ডেস্কঃ আমেরিকার হাতে থাকা যুদ্ধবিমান গুলি পৃথিবীর অন্যতম সেরা যুদ্ধবিমান তা আর নতুন কর কিছু বলার নেই। তবে এফ সিরিজের বেশ কিছু যুদ্ধবিমান যে ৪ দশক আগে তৈরি হয়েছে। যা শত্রুপক্ষকে যথেষ্ট চাপে রেখেছে। আর সেই কারনে এই যুদ্ধবিমান গুলি আমেরিকা ছাড়াও বেশ কিছু দেশের বায়ুসেনায় দেখা গেছে। ৮০ দশকে সার্ভিসে আশা এফ ১৮ যুদ্ধবিমান গুলি আজও পৃথিবীর অন্যতম সেরা যুদ্ধবিমান। আমেরিকা ছাড়াও স্পেন, অস্ট্রেলিয়ার মতো দেশের বায়ুসেনাতে দেখা

সিরিয়াতে যে বিধ্বংসী ট্যাঙ্ক ব্যবহার করা হচ্ছে

নিউজ ডেস্কঃ আফগান এবং সিরিয়া যুদ্ধে যে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তা আর নতুন করে কিছু বলার নেই। এই সকল যুদ্ধে বিরাটভাবে ব্যবহার করা হয়েছিল ব্যাটেল ট্যাঙ্ক গুলি। যা বিধ্বংসী আকার নিয়েছিল। এই ট্যাঙ্ক গুলি এসেছিল জার্মানির থেকে। লিওপার্ড ২। জার্মানির ৮০ র দশকে সার্ভিসে আসা এই যুদ্ধবিমানটি সিরিয়া এবং আফগান যুদ্ধে বিরাট ভয়ংকর রুপ নেয়। বর্তমানে জার্মানি ছাড়াও অষ্ট্রিয়া, ডেনমার্ক, চিলি, গ্রীসের মতো দেশের হাতে রয়েছে এই ব্যাটেল ট্যাঙ্কটি।

সেনাবাহিনীর যে যুদ্ধজাহাজ মাথাব্যাথার কারন হয়ে দারিয়েছেন চীন এবং পাকিস্তানের

নিউজ ডেস্কঃ কিছুদিনের মধ্যেই দেশীয় প্রযুক্তির তৈরি আই এন এস ভিক্রান্ত আসতে চলেছে দেশের সেনাবাহিনীতে। সি ট্রায়াল সম্পূর্ণ হলেও ভারতীয় নৌসেনাতে দেখা যাবে এই যুদ্ধজাহাজকে। এবং ভিক্তান্ত আসলে ভারতীয় নৌবাহিনীতে একই সাথে দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার থাকবে। বর্তমানে ভারতীয় নৌসেনাতে একটিভ রয়েছে আই এন এস ভিক্রামাদিত্য। ২০০৪ সালে সার্ভিসে আসে এই যুদ্ধজাহাজ। তবে ভারতের সেনাবাহিনীর হাতে আসে ২০১৩ সালে। ৯৩২ ফুট লম্বা এবং ২০০ ফুট চওড়া এই যুদ্ধজাহাজটি ৪৫০০০ টন ওজন

আক্রমণ ছাড়াই অত্যাধুনিক এই টেকনোলোজি ড্রোনকে সরাসরি ভূপাতিত করবে

নিউজ ডেস্কঃ বর্তমান যুগে একের পর এক ছোট ড্রোন আবিষ্কার করে চলেছে একের পর এক দেশ। কিছু প্রাইভেট সংস্থাও ভালো মাপের ড্রোন ইতিমধ্যেই তৈরি করেছে। তবে এই ড্রোন আবিষ্কারের ফলে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও চাঙ্গা করে তুলতে হচ্ছে। কারন বর্তমানে জঙ্গি গোষ্ঠীর হাতেও এই ছোট মাপের ড্রোন রয়েছে। আর সেই কারনে এ্যন্টি ড্রোন ওয়েপেন সিস্টেমের উপরেও জোড় দেওয়া হচ্ছে। স্বাধীনতা দিবসে লাল কেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণ সভার সুরক্ষায় DRDO এর তৈরী

২০২০ তে ভারতীয় আর্মির হাতে এখনও পর্যন্ত কতজন পাকিস্তানি সেনা মারা গেছে জানেন?

নিউজ ডেস্কঃ পাকিস্তান অধিকৃত বালুচিস্তানে যে একের পর এক হামলা হচ্ছে। তা ইতিমধ্যে প্রমান পেয়েছে সারা বিশ্ব। দেশ স্বাধীনের পর বালুচ সেনাদের বিরুদ্ধে লড়তে একের এক ব্যবস্থা গ্রহন করেছে পাকিস্তান। কিন্তু তাতে সেভাবে কোনও লাভ হয়নি। বালুচ আর্মিদের সাথে লড়তে গিয়ে প্রচুর সেনা জওয়ানদের হারিয়েছে পাকিস্তান। জানুয়ারি ২০২০ থেকে অগাস্ট ২০২০ পর্যন্ত অর্থাৎ ২০২০ র শুরু থেকে অগাস্টের ৯ তারিখ পর্যন্ত পাকিস্তানের প্রায় ২ শতাধিক আর্মির মৃত্যু হয়েছে। পাকিস্তানি আর্মির

চীন এবং পাকিস্তানকে চাপে রাখতে অত্যাধুনিক করা হবে রাফালেকে। যুদ্ধবিমানটিকে বিধ্বংসী করার জন্য শুরু হচ্ছে যেসকল পরিবর্তন

নিউজ ডেস্কঃ রাফালে ভারতে আসার পর ভারতের শক্তি যে বৃদ্ধি পেয়েছে তা বলাই বাহুল্য। বিশেষ করে দক্ষিণ এশিয়াতে ভারতের মতো আকাশ সীমাতে ক্ষমতা প্রদর্শনের ক্ষমতা অন্যকোনও দেশের নেই ইতিমধ্যে তা একাধিক বিশেষজ্ঞ জানিয়েছে। রাফালের মতো যুদ্ধবিমান যে পঞ্চম প্রজন্মের বিমানকে টক্কর দিতে পারে তা বলাই বাহুল্য। রাফালের একটি বিশেষ ক্ষমতা হল এই যে  রাফালের ১৩টি Indian Specific Enhancement এর মধ্যে একটি হল “লো ব্যন্ড জ্যমার”। অর্থাৎ ভারতবর্ষ যে অতিরিক্ত ১৩

২০২৭ সালের মধ্যে সারা পৃথিবীকে চমক দিয়ে বিধ্বংসী যুদ্ধবিমান আসতে চলেছে

নিউজ ডেস্কঃ যুদ্ধাস্ত্রের ক্ষেত্রে আমেরিকা পৃথিবীর বাকিদেশ গুলির থেকে যে অনেক উন্নত এবং অ্যাডভানস তা ইতিমধ্যে অনেকবারই প্রমান করেছে তারা। আমেরিকা এবার ষষ্ঠ তথা কিছু সপ্তম প্রজন্মের যুদ্ধবিমান বানাতে চলেছে। ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান প্রজেক্ট SM-39 Razor। স্টাভাটি এরোস্পেশ লিমিটেড নামে একটি সংস্থা এই যুদ্ধবিমান টি তৈরি করা শুরু করছে। এটি একটি দুই ইঞ্জিন বিশিষ্ট এবং ট্রিপিল ফিউসলেজ বিশিষ্ট স্টেলথ যুদ্ধবিমান। এর ভেতরের যুদ্ধাস্ত্র বে দুটি। ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট হলেও

ভারতবর্ষের কোন স্থানে নেতাজী প্রথম বলেছিলেন “ তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব”

নিউজ ডেস্কঃ ভারতবর্ষকে স্বাধীন করার জন্যে অনেক বীরযোদ্ধারাই এগিয়ে এসেছিলেন।এবং দেশের  জন্য শহিদও হয়েছেন।তাই তাদের কৃতিত্ব তো ভাষায় প্রকাশ করা যায় না।অনেক বীরযোদ্ধা দেশের জন্য শহিদ হয়ে অমর হয়েছেন তাদের মধ্যে একজন হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।নেতাজীর বীরত্ব নেতাজীকে অমর করেছে দেশবাসীদের হৃদয়ে।নেতাজিকে চরমপন্থি নেতা বলা হয়ে থাকে কারন তিনি বিশ্বাস করতেন যে মহাত্মা গান্ধীর অহিংসার এবং সত্যাগ্রহ নীতি ভারতের স্বাধীনতা আনার ক্ষেত্রে যথেষ্ট নয়। এই কারণে তিনি সশস্ত্র সংগ্রামের পথ