চীনের হাতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান থাকতেও রাফালেকে ভয় পাচ্ছে কেন?
নিউজ ডেস্কঃ রাফালে। ফ্রান্সের এই যুদ্ধবিমান আসার পর ভারতের শত্রুপক্ষের অবস্থা খারাপ হয়েছে তা বলাই বাহুল্য। কারন ইতিমধ্যে পাকিস্তান চীনের থেকে বেশ কিছু অত্যাধুনিক যুদ্ধবিমান অর্ডার করতে চলেছে বলে সূত্রের খবর। তবে রাফালেকে এতো ভয় পাওয়ার কারন কি? বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধবিমানটি ৩.৫ জেনারেশানের যুদ্ধবিমানের হলেও পঞ্চম প্রজন্মের যেকোনো যুদ্ধবিমানের সাথে খুব সহজেই টেক্কা দিতে পারবে। এর অত্যাধুনিক ক্ষমতা সহ রয়েছে বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র।