ক্রিসমাস ট্রি হিসাবে বাস্তবে কোন গাছকে পূজা করা হয় জানেন?

ক্রিসমাস ট্রি হিসাবে বাস্তবে কোন গাছকে পূজা করা হয় জানেন?

নিউজ ডেস্কঃ ক্রিসমাস অর্থাৎ বড়দিনের আমেজ এখন বাতাসে। কিভাবে বড়দিন কাটানো হবে সেই নিয়ে প্ল্যান করতে ব্যস্ত এখন বাঙালি। আসলে বড়দিন এমন একদিন যেদিন সারা পৃথিবীর সকলে জাতপাত ধর্ম ভুলে একসাথে এই ক্রিসমাস সেলিব্রেশান করে থাকেন। প্রচুর মানুষকে দেখা যায় যে এইদিন বাড়িতে ক্রিসমাস ট্রি লাগাতে, শুধু বাড়ি নয় পাশাপাশি রাস্তা ঘাত সর্বত্রই দেখা মেলে এই ক্রিসমাস ট্রির। ১৬০০ শতাব্দীর থেকে এই আধুনিক ক্রিসমাস ট্রির প্রচলন শুরু হলেও যীশুর জন্মের আগে থেকেই এই ক্রিসমাস ট্রির প্রচলন আছে বলে মনে করা হয়। কারন ইউরোপে এই গাছকে শুভ মনে করা হয়, অর্থাৎ অশুভ শক্তির বিরুদ্ধে এই গাছ ব্যবহার করা হয় ইউরোপে। তবে এর প্রজাতির অনেক ভাগ রয়েছে।

নানা দেশে নানা প্রজাতির গাছকে ক্রিস্টমাস ট্রি হিসেবে সাজানো হয়ে থাকে। একদল বিশেষজ্ঞদের মতে ক্রিস্টমাস ট্রি হিসেবে মূলত বিবেচনা করা হয় Picea abies নামক এক গাছকে। এই গাছটি মূলত পাওয়া যেত ইউরোপে। আর সেই কারনে এই গাছটিকে সাধারণভাবে বলা হয় European spruce। অনেক সময় একে Norway Spruce-ও বলা হয়ে থাকে। এর গণের নাম Picea, গ্রিক pissa শব্দ থেকে এতি এসেছে। কিন্তু শব্দটি সাধারণভাবে ইউরোপে Picea বলতে পাইন গাছকেই বোঝায়। আর abies হলো ফার জাতীয় গাছের সাধারণ নাম।

এটি একটি দ্রুত বর্ধনশীল চিরসবুজ গাছ। লম্বায় প্রায় ৩৫-৫৫ মিটার (১১৫-১৮০ ফুট) হয়ে থাকে। নরওয়েতে ৬৩ মিটার (২০৭ ফুট) লম্বা এই গাছ পাওয়া গেছে। পূর্ণবয়স্ক একটি গাছের গুঁড়ি বেড় হয় প্রায় এক থেকে দেড় মিটার। এদের পাতা দেখতে অনেকটা সূচের মতো। পাতার রং হয় গাঢ় সবুজ।

এই প্রজাতিটি ছাড়া অন্যান্য যেসব প্রজাতির গাছকে ক্রিসমাস ট্রি হিসেবে নির্বাচন করা হয়, সেগুলো হলো নিম্নরূপ−

Picea breweriana

Picea sitchensis

Picea engelmannii

Picea glauca

Picea brachytyla

Picea chihuahuana

Picea farreri

Picea likiangensis

Picea martinezii

Picea maximowiczii

Picea morrisonicola

Picea neoveitchii

Picea orientalis

Picea purpurea

Picea schrenkiana

Picea smithiana

Picea spinulosa

Picea torano

Picea wilsonii

Picea abies

Picea alcoquiana

Picea alpestris

Picea asperata

Picea crassifolia.

Picea glehnii

Picea jezoensis

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *