নিউজ ডেস্কঃ বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর। আর এই বড়দিনের কথা মাথায় আসলেই মনে পড়ে যায় ক্রিসমাস ট্রি, সান্তাক্লজের কথা। আর এই শব্দটা শুনলেই সবার আগে মাথায় আসে বড়দিনে গিফটের কথা। ক্ষুদেরা তাদের মোজা ঝুলিয়ে রেখে দেয় গিফট পাওয়ার আশায়।তবে আট থেকে আশি সকলেই গিফট পেতে ভালবাসে।তবে বাচ্চাদের কাছে সান্তাক্লজ যে কোন ঈশ্বরের থেকে কম নয় তা বলাই বাহুল্য। কিন্তু এই সান্তাক্লজ কে? এই নিয়ে রয়েছে অনেক গল্প।
কে এই সান্তাক্লজ কী ভাবেই বা তিনি এত জনপ্রিয় হলেন? এই সান্তাক্লজ নিয়ে একাধিক কাহিনি প্রচলিত আছে। চার শতকে অর্থাৎ ৪০০ খ্রিষ্টাব্দে তুরস্কে নিকোলাস ক্রিস্টান নামক এক ধর্মগুরু ছিলেন বলে মনে করা হয়। যিনি একাধিক নামে পরিচিত পেয়েছিলেন, যেমন সেন্ট নিকোলাস, ফাদার ক্রিসমাস, ক্রিস কিংগল বা সান্টা।
এই নিকলাস তাঁর সমস্ত সম্পত্তি গরিবদের দান করে দিয়েছিলেন। পর্তুগিজ ভাষায় তাঁকে সেন্ট নিকোলাস বা সেন্টার ক্লাস বলা হতো বলে মনে করেন একদল বিশেষজ্ঞ।আর এই নাম থেকেই তাঁকে পরবর্তী কালে সান্তাক্লজ বলে ডাকা হয়। এ ছাড়াও সান্তার বসবাস স্থান এবং তাঁর কাজ ও কাহিনি নিয়ে রয়েছে বহু তথ্য।কেউ কেউ বলে থাকেন যে উত্তর মেরুর বাসিন্দা এই সান্তা আবার কেউ যে তাঁকে ফিনল্যান্ডের ল্যাম্পল্যান্ড প্রদেশের বলে ব্যখ্যা করে থাকেন।