পরমাণু ক্ষমতা সম্পন্ন মিসাইলের সফল নাইট ট্রায়াল

পরমাণু ক্ষমতা সম্পন্ন মিসাইলের সফল নাইট ট্রায়াল

নিউজ ডেস্কঃ ভারতের সেনাবাহিনী যাতে দিনে এবং রাতে সমান দক্ষতায় লড়তে পারে সেই কারনে একাধিক দেশীয় প্রযুক্তির মিসাইলের পরীক্ষা করছে। এবং আগামি দু বছর ভারতের সেনাবাহিনীর জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে।আসতে চলেছে একের পর এক মিসাইল এবং তার সফল পরীক্ষাও চলছে।

ভারতের স্ট্রাটেজিক ফোর্স কম্যান্ড ওড়িশার বালাসোর উপকূল থেকে দুটি পৃথ্বি-২ সারফেস টু সারফেস পরমাণু ক্ষমতা সম্পন্ন মিসাইলের সফল নাইট ট্রায়াল করে।

পৃথ্বি-I এর রেঞ্জ ১৫০ কিমি, পেলোড ১০০০ কেজি।

পৃথ্বি-II এর রেঞ্জ ৩৫০ কিমি, পেলোড ৫০০ কেজি।

পৃথ্বি-III এর রেঞ্জ ৩৫০ কিমি, পেলোড ১০০০ কেজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *