নিউজ ডেস্কঃ এফ ৩৫। বর্তমান বিশ্বের ত্রাস বলা যেতে পারে। আমেরিকার তৈরি করা এই যুদ্ধবিমানের মধ্যে রয়েছে পঞ্চম প্রজন্মের বেশ কিছু টেকনোলোজি। প্রথমাবস্থায় কোনও দেশের কাছে আমেরিকা এই যুদ্ধবিমান বিক্রি না করলে পরবর্তীতে বেশ কিছু দেশের হাতে এই বিমান দেখা যেতে পারে, বিশেষ করে কাতারের মতো বেশ কিছু দেশের হাতে আসতে চলেছে এই যুদ্ধবিমান। তবে তুরস্ককে এই যুদ্ধবিমান দিতে অস্বীকার করে তাদের সিকিউরিটির জন্য। অর্থাৎ এর যে অত্যাধুনিক ক্ষমতা রয়েছে তা বলাই বাহুল্য।