সান্তাক্লজ কোন দেশের মানুষ ছিলেন?
নিউজ ডেস্কঃ বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর। আর এই বড়দিনের কথা মাথায় আসলেই মনে পড়ে যায় ক্রিসমাস ট্রি, সান্তাক্লজের কথা। আর এই শব্দটা শুনলেই সবার আগে মাথায় আসে বড়দিনে গিফটের কথা। ক্ষুদেরা তাদের মোজা ঝুলিয়ে রেখে দেয় গিফট পাওয়ার আশায়।তবে আট থেকে আশি সকলেই গিফট পেতে ভালবাসে।তবে বাচ্চাদের কাছে সান্তাক্লজ যে কোন ঈশ্বরের থেকে কম নয় তা বলাই বাহুল্য। কিন্তু এই সান্তাক্লজ কে? এই নিয়ে রয়েছে অনেক গল্প। কে এই সান্তাক্লজ