December 23, 2020

গ্রীক খাওয়ারের কলকাতার সেরা ঠিকানা সাইমি

নিউজ ডেস্কঃ বাঙালি  আর ভুরিভোজ, কথা দুটি যেন একে অপরের পরিপূরক। কারন ভোজনরসিক বাঙালি যে খেতে ভালোবাসে তা কমবেশি সকলেরই জানা। তবে আজকাল শুধু বাঙালি তো আর বাঙ্গালিয়ানা তে মজে নেই পাশাপাশি চাইনিস, তুরস্ক, গ্রীক খাওয়ারের মতো বেশ কিছু আলাদা খাওয়ার চেখে দেখছে। এককথায় বলতে গেলে বাঙালির হেঁসেলে রীতিমতো জায়গা করে নিয়েছে বিভিন্ন বিদেশী খাওয়ার গুলি। একাধিক কন্টিনেন্টাল ডিশ, পাশাপাশি বিভিন্ন দেশের খাওয়ার গুলি আজকাল দেখতে পাওয়া যাচ্ছে কলকাতার বিভিন্ন

সি এ এ নিয়ে স্বল্প দীর্ঘের ছবি সেপারেট স্কাই

নিউজ ডেস্কঃ রাজর্ষি দে পরিচালিত সেপারেট স্কাই। ছোট ছবি হলেও সি এ এ, এন আর সি -র মতোন বিষয় নিয়ে কথা বলেছে ছবিটি। মুখ্য চরিত্রে অভিনয় করছেন রিচা শর্মা, বনি সেনগুপ্ত, কমলেশ্বর মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, রণীতা দাস, প্রিয়াঙ্কা রতি পাল, দেবলীনা কুমার, পদ্মনাভ দাশগুপ্ত, দেবপ্রিয় মুখার্জী, চন্দ্রিমা গোস্বামীর মতোন এক ঝাঁক তারকারা। কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন ইপ্সিতা, সম্পাদনায় রয়েছেন সংলাপ ভৌমিক। ক্যামেরাতে গোপি ভগৎ।ছবিটিতে সঙ্গীত পরিচালনা করছেন আশু চক্রবর্তী।