December 21, 2020

তুরস্কের বিরুদ্ধে লড়তে রাফালের পাশাপাশি আমেরিকার এই বিধ্বংসী যুদ্ধবিমান পেতে চলেছে গ্রীস

নিউজ ডেস্কঃ তুর্কির বিমানবাহিনীর পাইলট দের ক্রমাগত চাকরি ছাড়ার পর পাকিস্তান এর উপর নির্ভর হয়ে পড়েছে, আর সেই কারনে একাধিক সমস্যার সম্মুখীন হতে চলেছে তুরস্ক। তবে জানেন কি গ্রিস কিভাবে নিজেকে তৈরী করেছে? এরদোগান খলিফার স্বপ্ন চুরমার করতে ও তুরস্কের অবস্থা কাহিল করে দিতে নিজেকে তৈরী করেছে গ্রীস। গ্রিসের বিমানবাহিনী তে এফ ১৬,মিরাজ ২০০০ তো আছেই ফ্রান্স তাদের ১৬ টি রাফায়েল দিচ্ছে এছাড়াও আমেরিকা থেকে তারা ২৪ টি এফ ৩৫

গ্রীসের বিরুদ্ধে লড়তে পাকিস্তানের পাইলটরা কেন তুরস্কের যুদ্ধবিমান গুলি ব্যবহার করছে?

নিউজ ডেস্কঃ পাকিস্তানের নতুন বন্ধু তুরস্ক। আর ভারতের নতুন শত্রু। দুই দেশের মধ্যে বন্ধুত্ব বেশ বেড়েছে। আর সেই কারনে ইতিমধ্যে আন্তর্জাতিক সমীকরণও বদলেছে। পাকিস্তান এবং তুরক্স একজোট হয়েছে গ্রীসের বিরুদ্ধে।  ইজিয়ান সাগরে তেল গ্যাস তো আছেই পাশাপাশি এই দুই রাষ্ট্রের কাছে এটা এক ধার্মিক যুদ্ধের পর্যায়ে পড়ছে। সবচেয়ে চমকপ্রদ হল পাকিস্তান বিমান বাহিনীর PAF পাইলট রা তুর্কির এফ 16 বিমানগুলো ওড়াচ্ছে। এর কারণ? তুর্কির কি নিজের বৈমানিক নেই সমস্যা। আসলে

চীনা সেনার বিরুদ্ধে এই অত্যাধুনিক রোবট ব্যবহার করা হতে পারে ভবিষ্যতে

নিউজ ডেস্কঃ এমন কিছু প্রোজেক্ট থাকে যেখানে যেতে হয় প্রান হাতে নিয়ে। আর এর ফলে প্রচুর সেনা ইতিমধ্যে প্রান হারিয়েছে। আর সেই কারনে টেকনোলোজির উপর জোর দেওয়া হচ্ছে। বিশেষ করে দেশীয় প্রযুক্তিতে তৈরি এমন কিছু তৈরি করা হচ্ছে যাতে সেনা সাহায্য পাবে। L&T CAIR এর সঙ্গে যৌথভাবে আধুনিক মিলিটারি রোবট ডিজাইন ও ডেভেলপ করা হচ্ছে। এগুলি সার্ভিলেন্স এবং রেকনসাস মিশন কাজে লাগবে। এই রোবোটগুলো কোন জায়গায় এরিয়া ম্যাপিং ও এক্সপ্লোর

স্পাইস মার্কেট হতে চলেছে ভোজন প্রিয় বাঙালির নতুন ঠিকানা

নিউজ ডেস্কঃ বাঙালি  আর ভুরিভোজ, কথা দুটি যেন একে অপরের পরিপূরক। কারন ভোজনরসিক বাঙালি যে খেতে ভালোবাসে তা কমবেশি সকলেরই জানা। তবে আজকাল শুধু বাঙালি তো আর বাঙ্গালিয়ানা তে মজে নেই পাশাপাশি চাইনিস খাওয়ারের মতো বেশ কিছু আলাদা খাওয়ার চেখে দেখছে। এককথায় বলতে গেলে বাঙালির হেঁসেলে রীতিমতো জায়গা করে নিয়েছে চাইনিস খাওয়ার গুলি। আসলে জিভে জল আনা চাইনিজ খাওয়ার গুলি কে খেতে চায়না বলুন তো? আর এই সব কথা মাথায়

চোখের কঠিন রোগ কমাতে সাহায্য করে। বাঁধাকপির ৫ টি অসাধারণ উপকারিতা

বাঁধাকপি আমাদের অতি পরিচিত শীতকালীন সবজি।এটি ফুলকপি নিকট প্রজাতি।এখানে বাঁধাকপির কিছু স্বাস্থ্য উপকারিতা দেওয়া হলঃ বাঁধাকপিতে প্রচুর পরিমাণে আয়রন আছেঃ বাঁধাকপিকে মাংসের সাথে তুলনা করা হয় কারন মাংসে যে পরিমাণে আয়রন আছে বাঁধাকপিতে তার চেয়ে বেশি আয়রন আছে।আপনার ডায়েটের তালিকায় পরিমাণগত আয়রন না থাকলে আপনার শরীরে রক্তস্বল্পতা, ক্লান্তি, ও মস্তিষ্কের সমস্যা হবে।আপনার শরীরে প্রয়োজনীয় আয়রন এই বাঁধাকপি থেকে পাবেন,। আলাদা করে মাংস খাওয়ার প্রয়োজন নেই। বাঁধাকপি কোলেস্টেরল কমাতে সাহায্য করেঃ

শীতকালে পা ফাটার সমস্যা থেকে মুক্তি পেতে ক্রিম নয় মুক্তি পেতে এই ঘরোয়া এই পদ্ধতি মেনে চলার চেষ্টা করুন

সুন্দর কে না হতে চায় বলুন তো? ৮ থেকে ৮০ সকলেই গ্ল্যামারাস হওয়ার জন্যে একাধিক কাজ করে থাকে। তবে কেউ কেউ নিজের বিউটি টিপস ফাস করলেও, কেউ কেউ তা করতে চাননা। তবে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আজকাল মানুষ চর্চা করে থাকে। কেউ কেউ তা না করে শুধু মুখের চর্চা করে থাকেলও অধিকাংশ মানুষ কিন্তু আজকাল মাথার চুল থেকে শুরু করে পায়ের পর্যন্ত চর্চা করে থাকে। মাথার চুলের চর্চা

দাঁতের সমস্যা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গোলমরিচের বেশ কিছু উপকারিতা

ওয়েব ডেস্কঃ চাইনিজ খাওয়া থেকে শুরু করে ডিম সেদ্ধ। একটু গোলমরিচ ছড়িয়ে নিলে বেশ ভালোই লাগে। অনেকে আবার মনে করেন যে গোলমরিচ খেলে পেট গরম হয়। কিন্তু অনেকেই জানেনা যে গোলমরিচের অসাধারন উপকারিতা আছে। গোলমরিচ পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষরণের মাত্রা বাড়িয়ে তোলে। ফলে হজমে সাহায্য হয়। আর হজম ঠিক থাকলে ডায়রিয়া, কোস্টকাঠিন্যের মতো সমস্যাকে এড়ানো যায়। এছাড়াও পেটে গ্যাস হওয়ার ক্ষেত্রে গোলমরিচের জুড়ি মেলা ভার। শরীর অতিরিক্ত ঘাম হয় গোলমরিচ