December 20, 2020

রাফালের জন্য বিধ্বংসী বোমার সফল পরীক্ষা। ২০২১ এই হাতে পেতে পারে ভারতের বায়ুসেনা

নিউজ ডেস্কঃ ফ্রান্সের সাথে যে ভারতের বন্ধুত্ব বাড়ছে তা আর নতুন করে কিছু বলার নেই। শুধু রাফালে নয় ফ্রান্সের থেকে বহু বছর ধরেই ভালো সম্পর্ক ভারতের। কারন ফ্রান্সের দাসল্ট এর থেকে বহু যুদ্ধবিমান ক্রয় করেছে ভারত। আর সেই কারনে আসতে আসতে ফ্রান্সের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠেছে ভারতের। যদিও বর্তমানে রাফালে এবং মিরাজের মতো যুদ্ধবিমান এখন ভারত ব্যবহার করছে। তবে সম্প্রতি রাফালেকে আরও শক্তিশালী করতে আরও প্রস্তুতি নিল দাসল্ট এবং

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা। আমেরিকার কারনে কি ভারতের এই বিধ্বংসী মিসাইলের উন্নয়নে ব্যঘাত হতে পারে?

নিউজ ডেস্কঃ রাশিয়ার সাথে আমেরিকার সাথে সম্পর্ক আদায় কাঁচকলায় তা আর নতুন করে কিছু বলার অপেক্ষা রাখেনা। আর সেই কারনে আমেরিকা রাশিয়ার উপর একাধিক নিয়ম বানিয়ে রেখেছে। আর যেই নিয়ম না আয়নের আয়তায় রয়েছে বিভিন্ন অস্ত্র সহ বিভিন্ন কোম্পানি। অর্থাৎ রাশিয়া থেকে সেই অস্ত্র বা কোম্পানির সাথে কোনও দেশ যদি কোনোরকম চুক্তি করে তাহলে তাদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হবে। কিছুদিন আগে আমেরিকার CAATSA এর জন্য তুরস্ক আমেরিকার থেকে এফ

২০২১ এ বিরাট ক্ষমতা সম্পন্ন বিধ্বংসী এই সাবমেরিন গুলি যুক্ত হতে পারে ভারতের নৌবাহিনীতে

নিউজ ডেস্কঃ ফ্রান্সের সাথে ভারতের বন্ধুত্ব ক্রমেই বেড়েই চলেছে। আর সেই কারনে একাধিকভাবে উপকার হচ্ছে দুই দেশেরই। ফ্রান্সের সাথে একাধিক প্রোজেক্টের কাজ এগোনর কথা ভারতীয় সেনার। তবে ভবিষ্যতে ফ্রান্স এবং ভারতের নৌবাহিনী পৃথিবীর অন্যতম সেরা নৌবাহিনী হতে চলেছে তা বলাই বাহুল্য। ফরাসী সরকার তাদের পরবর্তী প্রজন্মের যুদ্ধজাহাজ তৈরী করার কথা ঘোষণা করেছে ইতিমধ্যে। ৩০০ মিটার লম্বা এবং পচাত্তর হাজার টন ওজনের এটি একটি সুপার ক্যারিয়ার হতে চলেছে। চল্লিশটির ওপরের ষষ্ঠ/পঞ্চম

ভারতের নৌসেনা, বায়ুসেনা এবং সেনার তিন ধরনের স্যালুট দেখা যায় কেন?

নিউজ ডেস্কঃ ইন্ডিয়ান ডিফেন্স বা ভারতের সুরক্ষা ব্যাবস্থা নিয়ে যতই বলা হোক না কেন? এই সম্পর্কে জানতে গেলে হয়ত ভালো করে ইতিহাসটা জানা দরকার। এর প্রধান কারন অনেক দেশই রয়েছে যেসব দেশ ভারতের থেকে হয়ত এগিয়ে টেকনোলোজিতে তবে শুধু টেকনোলোজি দিয়ে একটা গোটা ব্যবস্থা চলেনা। বিশেষ কিছু অধিকার, সম্মান এবং পদমর্যাদা দরকার হয়ে থাকে। ঠিক সেইরকম ভাবে ভারতের বিভিন্ন বাহিনীতে তিন ধরনের স্যালুট দেখা যায়। ভারতীয় সেনার তিন বাহিনীর সদস্যদের

চীনের বিরুদ্ধে অদূরদর্শী ও অবাস্তব মনোভাবের কারণেই যে ভারত পরাজিত হয়েছিল তা নিয়ে দ্বিমত নেই

নিউজ ডেস্কঃ শত্রু পক্ষকে নিজের দুর্বলতা কোনোদিন জানতে দিতে নেই। তাহলেই একাধিক অসুবিধার সম্মুক্ষিন হতে হয়। অর্থাৎ মানুষিক ভাবে চাঙ্গা থাকাটা ভীষণ জরুরী। দেশের সামরিক ক্ষেত্রে শত্রুর বিরুদ্ধে ঠিক তেমনই অবস্থান দরকার। নিজেকে শতিশালি না ভাবলে বা প্রমান করলে তার ফায়দা তুলবেই অপরপক্ষ। মানুষিক অবস্থান ই সবকিছু। মানসিক বল থাকা দরকার কোন গুরুত্বপূর্ণ কাজ করার জন্য। শক্তিশালী বিপক্ষের মোকাবিলা করার আগে যদি মানসিক ভাবে পিছিয়ে পড়েন তাহলে তো আপনি চ্যালেঞ্জ

চীনের বিরুদ্ধে লড়তে কোরিয়া সবসময় প্রস্তুত রাখে তাদের এই ভয়ংকর যুদ্ধবিমানটি। দেখুন এর বিধ্বংসী ক্ষমতা

নিউজ ডেস্কঃ কোরিয়া। দেশটির বেশিরভাগই আমেরিকার উপর নির্ভরযোগ্য। একাধিক ক্ষেত্রে এই দেশ বেশ প্রশংসা লাভ করেছে। ডিফেন্সের ক্ষেত্রেও বেশ উন্নতি করেছে তারা। টি ৫০ গোল্ডেন ঈগল। দক্ষিণ কোরিয়ার এই যুদ্ধবিমানটি একক ইঞ্জিন বিশিষ্ট ৪৩ ফুট লম্বা। ২০০২ সালে প্রথমবার আকাশে দেখা গেলেও ২০০৫ সালে এটি কোরীয় বিমানবাহিনীতে যোগ দেয়। এটি মূলত প্রশিক্ষণ কাজের জন্য বানানো হলেও ছোটোখাটো সামরিক অভিযানের ক্ষমতা রয়েছে। আসলে এটি আমেরিকার এফ ১৬ ফ্যালকনের একটি নিচুমানের কোরীয়

আমেরিকা বিধ্বংসী যুদ্ধবিমান থাকলেও, নৌবাহিনীর নতুন যুদ্ধজাহাজের জন্য আসতে পারে রাশিয়ার এই অত্যাধুনিক বিমানটি

নিউজ ডেস্কঃ ভারতীয় নৌবাহিনীতে মিগ-২৯কে রয়েছে ৪০ এর অধিক।  যা দিয়ে সম্পূর্ন ভাবে দুটি যুদ্ধজাহাজ ভিক্রমাদিত্য এবং ভিক্রান্তকে আর্ম করা সম্ভব নয়। কম পক্ষে ৫০টি মিগ-২৯কে/কুব প্রয়োজন। আর সেই কারনে আগামীদিনে রাশিয়ার থেকে অতিরিক্ত ১৫টি মিগ-২৯কে/কুব ক্রয় করা হতে পারে। এক্ষেত্রে যেমন মেইন্ট্যন্সে সুবিধা হবে পাশাপাশি দামও কম মিগ-২৯কে ভার্সানের। তবে তার আগে সার্ভেবিলিটির বিষয়টি রুশের সাথে সমঝোতা করে নিতে হবে। ভারতের হাতে ৫৫ থেকে ৫৮টি মিগ-২৯কে/কুব থাকলে যথেষ্ট সময়

মেয়েদের কালোছোপের কারন পিরিয়ড বা ঋতুচক্রের সমস্যা। মুক্তি পেতে এই কাজ গুলি করুন

ওয়েব ডেস্কঃ মুখে ব্রন থাকা যেমন এক সধারন সমস্যা, ঠিক তেমনই কালো ছোপ দাগ ও এক কঠিন সমস্যা। প্রচুর মানুষ এই সমস্যায় ভুগে থাকেন। অনেক টাকা খরচ করে অনেকসময় লাভ হয়না। ফলে বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই তা ঢাকতে বেশ ভারি মেকআপ করে থাকেন। আর বেশি মেকআপ যে ত্বকের পক্ষে খারাপ তা হয়ত অনেকেরই জানা। তবে ভারি মেকআপ দিয়ে কালো ছোপ দাগ না ঢেকে কিছু জিনিস মেনে চললে এর থেকে মুক্তি পাওয়া