রাফালের জন্য বিধ্বংসী বোমার সফল পরীক্ষা। ২০২১ এই হাতে পেতে পারে ভারতের বায়ুসেনা
নিউজ ডেস্কঃ ফ্রান্সের সাথে যে ভারতের বন্ধুত্ব বাড়ছে তা আর নতুন করে কিছু বলার নেই। শুধু রাফালে নয় ফ্রান্সের থেকে বহু বছর ধরেই ভালো সম্পর্ক ভারতের। কারন ফ্রান্সের দাসল্ট এর থেকে বহু যুদ্ধবিমান ক্রয় করেছে ভারত। আর সেই কারনে আসতে আসতে ফ্রান্সের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠেছে ভারতের। যদিও বর্তমানে রাফালে এবং মিরাজের মতো যুদ্ধবিমান এখন ভারত ব্যবহার করছে। তবে সম্প্রতি রাফালেকে আরও শক্তিশালী করতে আরও প্রস্তুতি নিল দাসল্ট এবং