December 18, 2020

চীন, পাকিস্তানকে দিনে এবং রাতে আক্রমণ শানাতে আসছে দেশীয় প্রযুক্তির বিধ্বংসী এই ট্যাঙ্ক

নিউজ ডেস্কঃ ডি আর ডি সম্প্রতি দেশীয় টেকনোলোজিকে কাজে লাগিয়ে একের পর যুদ্ধাস্ত্র তৈরি করছে। আর সেই মতো তাদের আপগ্রেডেশান ও করাচ্ছে। আর সেই কারনে দেশের সেনাবাহিনীর ক্ষমতা যে বৃদ্ধি পাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখেনা। ভারতীয় সেনার ডিআরডিও তৈরি অর্জুন মার্ক-১আলফা ট্যাংকের ফাইনাল ইউজার ট্রায়াল সম্পন্ন করেছে সম্প্রতি। ভারত এখন একে সেনাবাহিনীর আর্মার্ড রেজিমেন্টে কাজে লাগানোর জন্য তৈরি। এই ট্যাঙ্কটিতে ডিআরডিও ১৪টা বড় ধরনের উন্নতি করেছে। যেমন আপগ্রেডেড গানার

যুদ্ধবিমান,হেলিকপ্টার, ড্রোনকে দ্রুত ধংস করতে আসছে দেশীয় প্রযুক্তির এই বিধ্বংসী মিসাইল। এক ঝলকে দেখেনিন এর ক্ষমতা

নিউজ ডেস্কঃ দেশের মাটিতেই যে একের পর এক মিসাইল তৈরি হতে চলেছে তা বলাই বাহুল্য। যদিও DRDO এর সম্প্রতি কাজ চোখে পরার মতো। একাধিক অত্যাধুনিক মিসাইল তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন অত্যাধুনিক টেকনোলোজি যেভাবে সামনে আনছে তা সত্যি প্রশংসনীয়। আগামী সাত থেকে আট মাসের মধ্যে প্রোডাকশনে যেতে চলেছে DRDO QR-SAM। যদিও আগামী ছয়মাস এর ইউজার ট্রায়াল চলবে। DRDO QR-SAM নতুন প্রজন্মের দ্রুত প্রতিক্রিয়ায় দিতে সক্ষম এই এয়ার ডিফেন্স মিসাইলটি।

বিশেষ এই রেঞ্জ থেকে এক ইঞ্চি সরবেনা ভারতীয় সেনা। চীনকে সাফ জানানো হল

নিউজ ডেস্কঃ চীনের বিরুদ্ধে কোনরূপ পিছুপা হবেনা ভারত। ইতিমধ্যে তা বুঝিয়ে দেওয়া হয়েছে। একের পর এক বৈঠক হয়েছে চীনের সাথে, তবে কোনও লাভ হয়নি। চীনের আগ্রাসন নীতিকে যে ভারত সঠিক জবাব দিয়েছে তা বলাই বাহুল্য। আর সেই কারনে চীন যে কিছুটা দমেছে তা ইতিমধ্যে পরিষ্কার। আর সেই কারনে একাধিক ব্যাপারে সিদ্ধান্ত পরিবর্তন করতে চায়না ভারত। ভারত সরকার অফিশিয়ালি জানিয়েছে যে ভারত এখন কোনো ভাবেই নিজের সেনাকে কৈলাশ রেঞ্জ থেকে সরাবে

৫-৭  বছরের জন্য ফ্রান্স থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান। দেখে নিন এর বিশেষ ক্ষমতা

নিউজ ডেস্কঃ ফ্রান্সের সাথে ভারতবর্ষের সম্পর্ক যে ভীষণ বন্ধুত্বপূর্ণ তা হয়ত আর বলার অপেক্ষা রাখেনা। রাফালে ক্রয় করার আগে থেকেই ফ্রান্সের সাথে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতে।র ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকেই ফ্রান্সের থেকে প্রচুর যুদ্ধবিমান ক্রয় করেছে যদিও। ফ্রান্স ভারতীয় বায়ুসেনার জন্য ৬ টি এয়ারবাস ৩৩০ মাল্টিরোল ট্রান্সপোর্ট এয়ারক্রাফট গভমেন্ট টু গভমেন্ট চুক্তির মাধ্যমে ক্রয় করার অফার দিয়েছে। বর্তমানে বায়ুসেনা ৭ টি রাশিয়ান IL-76M এয়ারক্রাফট রিফিউলার হিসাবে ব্যবহার করে। এই

হাঁটুর ব্যাথা কমাতে সাহায্য করে। বৈজ্ঞানিক এবং আয়ুর্বেদ মতে পায়ে রুপোর নুপুর পড়ার উপকারিতা

নিউজ ডেস্কঃ পায়ের তোড়া বা নুপুর মেয়ে একটি অন্যতম অলংকার।বর্তমান দিনে পায়ে নুপুর পড়া চলটা কমে গেছে কিন্তু আগেকার দিনে এই চলটা খুবই ছিল।বর্তমান দিন হোক বা আগেকার দিন আমরা সব সময় পায়ে রুপোর নুপুর পড়তে দেখি মেয়েদের।পায়ে রুপোর নুপুর পড়তে হয়  একটা আমরা সবাই জানি। কিন্তু কেন পায়ে রুপোর নুপুর পড়তে হয় সেটা অনেকেই জানেন না বলেই চলে? তাহলে জেনে নিন কেন পায়ে রুপোর নুপুর পড়ে এবং তার ফলে