চীন, পাকিস্তানকে দিনে এবং রাতে আক্রমণ শানাতে আসছে দেশীয় প্রযুক্তির বিধ্বংসী এই ট্যাঙ্ক
নিউজ ডেস্কঃ ডি আর ডি সম্প্রতি দেশীয় টেকনোলোজিকে কাজে লাগিয়ে একের পর যুদ্ধাস্ত্র তৈরি করছে। আর সেই মতো তাদের আপগ্রেডেশান ও করাচ্ছে। আর সেই কারনে দেশের সেনাবাহিনীর ক্ষমতা যে বৃদ্ধি পাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখেনা। ভারতীয় সেনার ডিআরডিও তৈরি অর্জুন মার্ক-১আলফা ট্যাংকের ফাইনাল ইউজার ট্রায়াল সম্পন্ন করেছে সম্প্রতি। ভারত এখন একে সেনাবাহিনীর আর্মার্ড রেজিমেন্টে কাজে লাগানোর জন্য তৈরি। এই ট্যাঙ্কটিতে ডিআরডিও ১৪টা বড় ধরনের উন্নতি করেছে। যেমন আপগ্রেডেড গানার