স্যাটেলাইটের পরে এবার শত্রুপক্ষের সাবমেরিনকে বিপদে ফেলতে আসছে অত্যাধুনিক যুদ্ধবিমান

স্যাটেলাইটের পরে এবার শত্রুপক্ষের সাবমেরিনকে বিপদে ফেলতে আসছে অত্যাধুনিক যুদ্ধবিমান

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের সাথে আমেরিকার বন্ধুত্ব যে বেড়েই চলেছে তা বলাই বাহুল্য। আর সেই কারনে একাধিক নতুন নতুন চুক্তিও স্বাক্ষরিত হচ্ছে। ফলে বেশ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র পাচ্ছে ভারতীয় সেনা। বতুন বেকা চুক্তির ফলে আমেরিকার প্রচুর স্যাটেলাইট ব্যবহার করতে পারবে সেনাবাহিনী। পাশাপাশি শত্রুর সম্পর্কে আরও ভালোভাবে তদারকি করতে পারা যাবে।

ভারতের নৌবাহিনীতে যুক্ত হচ্ছে আরো একটি P8i বিমান। ইতিমধ্যে ৮ টি P8i সার্ভিসে আছে, আরো ৪ টি অর্ডারে ছিল যার একটি আগামী মাসে আসছে। বাকী ৩ টে আগামী বছর আসবে। কোভিড-১৯ ও লকডাউনের কারনে ডেলিভারি দিতে বেশ সময় লেগেছে।

ভারতীয় নৌবাহিনীর P8i এর কনফিগারেশন:—–

এই বিমান গুলিতে রয়েছে অত্যাধুনিক অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার (ASW) টেকনোলজি।

এতে রয়েছে টেলিফোনিক APS-143 ওশেনআই রেডার সিস্টেম যা P8A তেও নেই।

ম্যাগনেটিক অ্যানোমেলি ডিটেক্টর।

হারপুন ব্লক ২ মিসাইল ও MK-54 লাইট ওয়েট টর্পেডো।

ভারতীয় নৌবাহিনীর সাবমেরিনের সাথে এগুলোর ডাটা লিংক থাকবে যার ফলে টার্গেট ইন্টারসেপ্ট করা  আরও সহজ হবে।

এয়ারক্রাফট গুলি ১২৯ সোনোরয়েস ক্যারি করতে পারে ফলে শত্রু সাবমেরিন শনাক্ত করতে সুবিধা হবে।

COMCASA চুক্তির পর এতে আমেরিকার সিক্রেট কমিউনিকেশন সিস্টেম ইনস্টল থাকবে।

ভারত আমেরিকা থেকে প্রাথমিকভাবে ১০ টি AGM-84L হারপুন ব্লক ২ মিসাইল ক্রয় করছে, ভবিষ্যতে আরো ক্রয় করা হবে এবং ৬ টি আরো P8i অর্ডার দেওয়া হবে বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *