২০২১ এই শুরু হচ্ছে দেশীয় প্রযুক্তির যুদ্ধজাহাজের সি ট্রায়াল। কতবছর সময় লাগবে সম্পূর্ণ হতে?
নিউজ ডেস্কঃ দেশীয় প্রযুক্তির তৈরি যুদ্ধজাহাজ হাতে পেতে চলেছে সেনাবাহিনী। প্রথম দেশীয় যুদ্ধজাহাজ আসতে চলেছে সেনাবাহিনীর হাতে। এতদিন ভারতের হাতে যুদ্ধজাহাজ থাকলেও তা রাশিয়া বা ইংল্যান্ডের থেকে ক্রয় করা ছিল। ভারতের তৈরি প্রথম ৪০,০০০টনের এয়ারক্রাফট ক্যরিয়ার আইএনএস বিক্রান্তের সি ট্রায়াল শুরু হতে চলেছে ২০২১ সালের জানুয়ারি মাসেই। যদিও এটি ২০২০সালের ডিসেম্ব্যারে শুরু হওয়ার কথা ছিল। তবে মহামারীর কারনে বেসিন ট্রায়াল এখনও শেষ হয় নি। তবে আশা করা যাচ্ছে আগামি মাসেই