December 14, 2020

২০২১ এই শুরু হচ্ছে দেশীয় প্রযুক্তির যুদ্ধজাহাজের সি ট্রায়াল। কতবছর সময় লাগবে সম্পূর্ণ হতে?

নিউজ ডেস্কঃ দেশীয় প্রযুক্তির তৈরি যুদ্ধজাহাজ হাতে পেতে চলেছে সেনাবাহিনী। প্রথম দেশীয় যুদ্ধজাহাজ আসতে চলেছে সেনাবাহিনীর হাতে। এতদিন ভারতের হাতে যুদ্ধজাহাজ থাকলেও তা রাশিয়া বা ইংল্যান্ডের থেকে ক্রয় করা ছিল। ভারতের তৈরি প্রথম ৪০,০০০টনের এয়ারক্রাফট ক্যরিয়ার আইএনএস বিক্রান্তের সি ট্রায়াল শুরু হতে চলেছে ২০২১ সালের জানুয়ারি মাসেই। যদিও এটি ২০২০সালের ডিসেম্ব্যারে শুরু হওয়ার কথা ছিল। তবে মহামারীর কারনে বেসিন ট্রায়াল এখনও শেষ হয় নি। তবে আশা করা যাচ্ছে আগামি মাসেই

স্যাটেলাইট ধ্বংস করতে বিধ্বংসী টেকনোলোজি উন্নয়নের পথে। পেটেন্ট নিতে আগ্রহী প্রচুর দেশ

নিউজ ডেস্কঃ রাশিয়া তৈরি হওয়ার আগে অরতাহত সোভিয়েত ইউনিয়নের সময় যে বিরাট পরিমাণ উন্নয়ন হয়েছিল তাদের ডিফেন্সে তা বলাই বাহুল্য। তার প্রধান কারন হল আমেরিকার বিরুদ্ধে নিজেদেরকে প্রমান করার পাশাপাশি আমেরিকার চোখে চোখে রেখে কথা বলার জন্য। Burevestnik আন্টি স্যাটেলাইট সিস্টেম।  অনেকেরই অজানা যে ৮০ এর দশকে সোভিয়েত রা আকাশ থেকে ক্ষেপন যোগ্য স্যাটেলাইট বিনষ্টকারী এক মিসাইল পরীক্ষা করেছিল। ১৯৮০ দশকের শেষের দিকে ও ১৯৯০ দশকের গোড়ায় সোভিয়েত অর্থাৎ বর্তমান

মাত্র ৩ সেকেন্ডে শত্রুপক্ষকে আটকাতে ছুটে যাবে আকাশে। বিধ্বংসী মিসাইল পরীক্ষা সম্পন্ন

নিউজ ডেস্কঃ আত্মনির্ভর ভারত গড়ার ডাক যে বিফলে যাবেনা তা  নিশ্চিত করতে দেশের একাধিক সংগঠন ইতিমধ্যে কাজ করতে শুরু করেছে। পাশাপাশি এর সুফল পাওয়া শুরু হয়েছে এবং খুব তাড়াতাড়ি আরও সুফল পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। ভারতের দেশীয় কোম্পানি গুলির কাজ সত্যি প্রশংসনীয়। সার্ফেস টু এয়ার মিসাইলের সফল পরীক্ষা করা হল সম্প্রতি। লাইভ ওয়ারহেডের সঙ্গে প্রথমবার ডিআরডিওর তৈরি কুইক রিএ্যকশান সার্ফেস টু এয়ার মিসাইল বা QRSAM পরীক্ষা করা হয়েছে।

স্যাটেলাইটের পরে এবার শত্রুপক্ষের সাবমেরিনকে বিপদে ফেলতে আসছে অত্যাধুনিক যুদ্ধবিমান

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের সাথে আমেরিকার বন্ধুত্ব যে বেড়েই চলেছে তা বলাই বাহুল্য। আর সেই কারনে একাধিক নতুন নতুন চুক্তিও স্বাক্ষরিত হচ্ছে। ফলে বেশ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র পাচ্ছে ভারতীয় সেনা। বতুন বেকা চুক্তির ফলে আমেরিকার প্রচুর স্যাটেলাইট ব্যবহার করতে পারবে সেনাবাহিনী। পাশাপাশি শত্রুর সম্পর্কে আরও ভালোভাবে তদারকি করতে পারা যাবে। ভারতের নৌবাহিনীতে যুক্ত হচ্ছে আরো একটি P8i বিমান। ইতিমধ্যে ৮ টি P8i সার্ভিসে আছে, আরো ৪ টি অর্ডারে ছিল যার একটি আগামী

গর্বের বিষয়। আমেরিকার যুদ্ধবিমানের জন্য এবার পার্টস তৈরি করবে দেশীয় কোম্পানি

নিউজ ডেস্কঃ ভারতীয় প্রাইভেট ফার্ম ডায়নামিক টেকনোলজিস পার্টস তৈরি করবে আমেরিকার বোয়িং এর T 7 A রেড হক ট্রেনার বিমান এর জন্য। মার্কিন বায়ু সেনার স্টেলথ ফাইটার পাইলট দের প্রশিক্ষণ দেবার উদ্দেশে তৈরী হচ্ছে এই বিমান। ব্যাঙ্গালোর প্রধান দপ্তরে কোম্পানীর মুখপাত্র জানিয়েছিলেন যে বোয়িং সাব T 7A প্রোগ্রাম এর জন্য টুলস দেবার জন্য তারা নির্বাচিত হয়েছেন। পার্টস গুলো স্ট্যাটিক ও ফেটিগ টেস্টিং কন্ট্রোল সারফেস এর জন্য রেড হক প্রোগ্রাম এর।

আরও বিধ্বংসী গতি, দিনে এবং রাতে শত্রুপক্ষকে হামলা করতে পারবে। নতুন টেকনোলোজি উন্নয়নের পথে ভারতবর্ষ

নিউজ ডেস্কঃ ভারতবর্ষ এখন দেশীয় প্রযুক্তির উপর জোর দিয়েছে আর সেই কারনে একাধিক প্রোজেক্ট তৈরির পাশাপাশি তার উপর জোর দেওয়া শুরু করেছে। ভারত তার নিজস্ব (IRST) ইনফ্রারেড সার্চ এন্ড ট্রাক প্রোগ্রাম বিকশিত করতে চলেছে। স্টেলথ বিমানকে শনাক্ত করতে এই টেকনিক খুব জরুরী। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সিধান্ত নিয়েছে একটি ডুয়াল ব্যান্ড ইনফ্রারেড সার্চ এন্ড ট্র্যাক সিস্টেম ডিজাইন ও ডেভেলপ করার, যেটা ভারতের বিমানবাহিনীর বিমানগুলো কে শত্রুর স্টেলথ বিমান শনাক্ত করতে সাহায্য

উপকার পেতে বেকিং সোডা, চালের আটা দিয়ে বাড়ির বানানো শ্যাম্পু ব্যবহার করুন। কিভাবে বানাবেন?

আমাদের মধ্যে অনেকেরই মাথার স্ক্যাল্প অয়েলি হওয়ার ফলে প্রতিদিন শ্যাম্পু না করলে চুল অত্যন্ত বেশি পরিমাণে অয়েলি হয়ে ওঠে ।আর এই কারনে অনেকেই প্রত্যেকদিন শ্যাম্পু করে থাকেন।তবে, বিশেষজ্ঞদের মতে প্রত্যেক দিন শ্যাম্পু করা কিন্তু একদমই উচিত না চুলের জন্য।কয়েকদিন পরপর চুলে শ্যাম্পু করলে বজায় থাকে চুলের উজ্জ্বলতা ।কিন্তু চুল তৈলাক্ত হয়ে উঠলে এই উপদেশ মানা বেশ কঠিন হয়ে যায়।তবে চিন্তা নেই,আপনার চুল যদি বেশি তৈলাক্ত হয়ে ওঠে তবে প্রত্যেকদিন শ্যাম্পু