December 13, 2020

পাখি মারতে গিয়ে যেভাবে ১.৫ কোটি মানুষ মেরে ফেলেছিল চীনের মাও জে দং

নিউজ ডেস্কঃ চীনের কমিউনিস্ট পার্টির সদস্যারা কত যে কুকীর্তি করেছে তা ইতিহাস ঘাঁটলে হয়ত কিছুটা জানা যাবে। কারন তাদের বেশিরভাগ জিনিসই চলে গোপনে। এবং সেই কারনে শুধু তাদের দেশকে একাধিক সময় ভুগতে হয়েছে সারা পৃথিবীকে। পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ হত্যাকান্ড ঘটিয়েছিল চীনের কমিউনিস্ট নেতা মাও সে তুং। প্রায় ৬৫ কোটি চড়ুই পাখি খুন হয়েছিল সেইসময় লাল চীনে। এর পোশাকি নাম ছিল ‘দ্য গ্রেট স্প্যারো ক্যাম্পেইন’। ১৯৫৮ সালে মাও সে তুং চারটি

আসতে পারে ভারতের হাতে। রাশিয়ার ট্যাঙ্ক গুলিকে টেক্কা দিতে চাইছে চীন এবং তুরস্ক। তবে রাশিয়ার এই ট্যাঙ্ক গুলি কতোটা বিধ্বংসী?

নিউজ ডেস্কঃ লাদাখ সীমান্তে চীনকে যে একটুও ছেড়ে কথা বলা হবেনা তা কার্যত স্পষ্ট করে দিয়েছে সেনা। চীনকে এইকথা জানানোর পাশাপাশি নিজেদের অবস্থান যথেষ্ট শক্তভাবেই নিয়েছে সেনাবাহিনী। আর সেই কারনে লাদাখে লজিস্টিক সাপোর্টের পাশাপাশি বিধ্বংসী যুদ্ধাস্ত্র মোতায়েন করে রাখা আছে। লাদাখে বেশ কিছু লাইট ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে। তবে রাশিয়ার কাছে এমন কিছু যুদ্ধাস্ত্র এই সময় ক্রয় করলে আখেরে সেনাবাহিনীর লাভ হতে পারে বলে মত সামরিক বিশেষজ্ঞদের। Sprut Sd M

রাফালের নায়ক। কাশ্মীরের এই হিলাল আহমেদ ই হল এখন দেশের গর্ব

নিউজ ডেস্কঃ কাশ্মীরে যুবকদের মূলস্রোতে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। পাশাপাশি সেখানকার মানুষের পাশেও দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে জানেন কি ভারতের প্রচুর সেনা অফিসার কাশ্মীরের। এয়ার কমোডর হিলাল আহমেদ রাঠি। কাশ্মীর এর অনান্তনাগ এর বাসিন্দা। ফ্রান্স এ ভারতের দূতাবাসে এয়ার আটাসে ভারতীয় রাফায়েল গুলির ভারতীয় মানের তৈরি এবং বিভিন্ন প্রক্রিয়া দেখভাল করে পরিচালনা করেছেন। ভারতের প্রথম যুদ্ধবিমান গুলি ফ্রান্স থেকে ভারত এর উদ্দেশে যাত্রার সময় তিনি সেই রাফালে গুলিকে

২০২২ সালেই আসতে চলেছে এই বিধ্বংসী মিসাইল সেনাবাহিনীর হাতে

নিউজ ডেস্কঃ  ভারতবর্ষের হাতে প্রচুর পরিমাণে দেশীয় প্রযুক্তির মিসাইল আছে। অপরদিকে আবার একাধিক মিসাইল নিয়ে রিসার্চ চলছে। এবং সবঠিক থাকলে আগামি দুই থেকে পাঁচ বছরের মধ্যেই আবারও বেশ কিছু দেশীয় বিধ্বংসী মিসাইল পেতে পারে সেনাবাহিনী। ভারত এর দেশীয় Astra IR মিসাইল এর উৎপাদন খুব সম্ভব 2022 সালে শুরু হতে পারে। Astra BVRAAM এর  মিসাইল থাকবে প্যাসিভ ইমেজিং IR সিকার ডুয়াল ওয়েভ ব্যান্ড যুক্ত। যেটি মিসাইলকে টার্মিনাল গাইডেন্স দেয় লক্ষের কাছে

কলকাতা যুদ্ধজাহাজ গুলিকে আরও বিধ্বংসী এবং অত্যাধুনিক করা হল

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের বেশ কিছু দেশীয় কোম্পানি ইতিমধ্যে সামরিক অস্ত্র তৈরি করে তাক লাগিয়েছে সারা ভারতবর্ষকে। আর সেই কারনে ভারতবর্ষের হাতে বেশ কিছু অত্যাধুনিক যুদ্ধাস্ত্র এসেছে ইতিমধ্যে। কলকাতা ক্লাস গাইডেড ডেষ্ট্রয়ার। প্রজেক্ট 15 A মাধ্যমে এই গাইডেড মিসাইল স্টেলথ ডেষ্ট্রয়ার গুলি বানান হয়। এই কলকাতা ক্লাস জাহাজ প্রজেক্ট তিনটি জাহাজ বানান হয় কলকাতা, কোচি ও চেন্নাই। তিনটি জাহাজ নির্মাণ করেছে মাজগাঁও ডক লিমিটেড MDL। কম গতিতে সমুদ্রে যখন এই জাহাজগুলো