পাখি মারতে গিয়ে যেভাবে ১.৫ কোটি মানুষ মেরে ফেলেছিল চীনের মাও জে দং
নিউজ ডেস্কঃ চীনের কমিউনিস্ট পার্টির সদস্যারা কত যে কুকীর্তি করেছে তা ইতিহাস ঘাঁটলে হয়ত কিছুটা জানা যাবে। কারন তাদের বেশিরভাগ জিনিসই চলে গোপনে। এবং সেই কারনে শুধু তাদের দেশকে একাধিক সময় ভুগতে হয়েছে সারা পৃথিবীকে। পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ হত্যাকান্ড ঘটিয়েছিল চীনের কমিউনিস্ট নেতা মাও সে তুং। প্রায় ৬৫ কোটি চড়ুই পাখি খুন হয়েছিল সেইসময় লাল চীনে। এর পোশাকি নাম ছিল ‘দ্য গ্রেট স্প্যারো ক্যাম্পেইন’। ১৯৫৮ সালে মাও সে তুং চারটি