December 11, 2020

১৯৬৫ সালে চীনকে সঠিক জবাব দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। কি করেছিলেন জানেন?

নিউজ ডেস্কঃ অটল বিহারী বাজপেয়ী। স্বাধীন ভারতের অন্যতম প্রিয় এবং জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিলেন। চীন বা পাকিস্তানের বিরুদ্ধে কোনোরকম বড় সিদ্ধান্ত নিতে তিনি একটুও পিছুপা হননি। তার প্রকল্পের কাজ এখনও চলছে। তিনিই প্রথম ভারতবর্ষকে সামরিক ক্ষেত্রে স্বনির্ভরতা জন্য এগিয়ে নিয়ে গেছেন। চীনের বিরুদ্ধে তিনি একবার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন। চিনা দূতাবাসে ৮০০ ভেড়া পাঠিয়েছিলেন বাজপেয়ী,  আর তা আজও ইতিহাস হয়ে আছে সালটা ১৯৬৫। তখনও চিন ভারত যুদ্ধের ক্ষত সারেনি। তিন বছর আগেই

কংগ্রেস সরকারকে না জানিয়েই পাকিস্তানে ঢুকে তাদের মাথা কেটে নিয়ে এসেছিল ভারতীয় জওয়ানরা। কবে হয়েছিল এমন জানেন?

নিউজ ডেস্কঃ কংগ্রেস সরকারের কারনে দেশের সেনাবাহিনীকে যে একাধিক সময় ভুগতে হয়েছে তার প্রমান রয়েছে প্রচুর। আর সেই কারনে তারা বেশ কিছু মিশন চালিয়েছে গোপনে। বিশেষ করে দেশের রাজনীতিবিদদের কারনে প্রচুর পরমানে ভুগতে হয় সেনাবাহিনীকে। পাশাপাশি দেশের রাজনৈতিক অবস্থার কারনে ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক ব্যবস্থা। 2011 সালের মনমোহন সিং পরিচালিত ইউ পি এ সরকার সেনাবাহিনী কে ভুগতে হয়েছিল, তাও এর মধ্যেও পাকিস্তানিদের হানাদারির উচিত জবাব দিয়েছিল 2 ভারতীয় সেনা। বেশ কিছু

রাশিয়ার উপর নজরদারি চালাতে চীন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ব্যবহার করছে? কি জানালেন রাশিয়ার বিশেষজ্ঞরা

নিউজ ডেস্কঃ চীন তার পার্শ্ববর্তী দেশ গুলির সাথে যে কোনোদিন ই খুব একটা ভালো সম্পর্ক ছিলনা তা সকলেরই জানা। রাশিয়ার সাথেও একসময় যুদ্ধ জড়িয়ে নিজেদের বেশ ক্ষতি ই করেছে তারা। তবে বিতর্ক রয়েছে বেশ কিছু এলাকা জুড়ে। রাশিয়া চীন সীমান্তে একটি মজার ঘটনা ঘটেছে, একটি চীনা জে 20 বিমানকে রাশিয়ার সীমান্ত উড়তে দেখা গেছে। সদ্য রাশিয়া ও চীনের মধ্যে রাশিয়ার থেকে টি 14 আর্মাতা ট্যাংক ক্রয় করার ব্যাপারে কথাবার্তা হয়েছে,

হিন্দু বলে ধরা পরে যাচ্ছিলেন পাকিস্তানে ভারতবর্ষের বর্তমান জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান? কিভাবে বেঁচে ছিলেন?

নিউজ ডেস্কঃ অজিত ডোভাল। জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান। দেশ, বিদেশে দিনের পর দিন, বছরের পর বছর কাটিয়ে দেশের একাধিক কঠিন সমস্যা একাহাতে সামলেছেন তিনি। বিশেষ করে পাকিস্তানে গিয়ে বেশ কয়েকবছর কাটিয়ে ছিলেন এই মানুষটি। মিশন- পাকিস্তান (সময়- অজ্ঞাত) প্রায় সাত বছর পাকিস্তানের মাটিতে কাটিয়েছিলেন অজিত দোভাল। এর মধ্যে ইসলামাবাদের হাইকমিশনে কাটিয়েছিলেন প্রায় ছ’বছর। এক বছর অজ্ঞাতবাসে ছিলেন তিনি। এই এক বছর ছদ্মবেশে কাটিয়েছিলেন লাহোরের এক মুসলিম মহল্লায়। দাড়ি রেখেছিলেন। স্থানীয়

চীনের সাবমেরিনের বিরুদ্ধে লড়তে এবার সমুদ্রের তলায় প্রস্তুতি

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের দেশীয় জিনিসের চাহিদা আসতে আসতে যে বাড়ছে তা বলাই বাহুল্য। পাশাপাশি দেশীয় সংস্থা গুলি যুদ্ধাস্ত্র গুলি আরও ভয়ংকর এবং বিধ্বংসী করে তোলার চেষ্টা চেষ্টা করা হচ্ছে। জল থেকে আকাশ সব স্থানে নতুন টেকনোলোজি আস্নার চেষ্টা করা হচ্ছে। DRDO তৈরী সমুদ্রে পাতার processor based ground mine PBGM তৈরী করেছে নেভাল সিস্টেম এন্ড মেটেরিয়ালস NS& M এবং নেভাল সায়েন্স এন্ড টেকনলোজিক্যাল লাবরোটারি NSTL মিলে। এটা একটি সমুদ্রের তল দেশে

এক বাঙালির কারনেই চীনকে এবার সঠিক জবাব দিতে পেরেছে ভারত। জানেন তিনি কে?

নিউজ ডেস্কঃ ইতিহাসে আমরা কি সব জানতে পারি? বা সব ঠিক লেখা হয়েছে? বহু সময় এমন অনেক রিপোর্ট বেড়িয়েছে যখন যা প্রমান করেছে যে ইতিহাস বিকৃত হয়েছে প্রচুর সময়। আর তার ফলে ভবিষ্যৎ প্রজন্ম অনেক কিছু না জানার পাশাপাশি ভুল তথ্য পাচ্ছে। সেভাবে কিছু ক্ষতি না হলেও অনেক কিছুই এখনও পর্যন্ত ভুল পথে গেছে। ভোলানাথ মল্লিক। ইতিহাসের পাতায় অচেনা অজানা এক ক্ষমতাশালী বাঙালি আমলা। ১৯৫০ সালের দিকে অর্থাৎ কংগ্রেস জমানায়