ফ্রান্সের থেকে নকল করে বাংলাদেশকে বাতিল সাবমেরিন দিয়েছে চিন। এখন কি করছে এই সাবমেরিন গুলি নিয়ে বাংলাদেশ?

ফ্রান্সের থেকে নকল করে বাংলাদেশকে বাতিল সাবমেরিন দিয়েছে চিন। এখন কি করছে এই সাবমেরিন গুলি নিয়ে বাংলাদেশ?

নিউজ ডেস্কঃ চীন থেকে যেসকল দেশ অস্ত্র ক্রয় করে তাদের যে কি জ্ঞান রয়েছে সেই নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। তার কারন হল চীনের তৈরি জিনিস বেশি দিন যায়না পাশাপাশি টেকনিক্যাল একাধিক সমস্যায় রয়েছে। আর সেই কারনে সমস্যায় পরতে একাধিক সময়। পাকিস্তান চীন থেকে যে যুদ্ধবিমান গুলি ক্রয় করেছে তা নিয়ে রয়ছে বিরাট সমস্যায়। বিশেষ করে জে ১৭ র মতো জুদ্ধবমান ক্রয় করার ফলে তাদের এখন ৪০ শতাংশ সেই বিমান নিয়ে রয়েছে যথেষ্ট সমস্যা।

কিছু মাস আগে চিন থেকে যে দুটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন ক্রয় করেছে বাংলাদেশ। এককথায় যা অপ্রচলিত এমনটাই জানিয়েছেন রাশিয়ান এক সামরিক বিশেষজ্ঞ৷ তাঁর দাবি সাবমেরিন গুলি ১৯৮০ সালে চীন তৈরি করেছিল৷

চিনা সেনারা ১৯৯০-২০০০ সাল অর্থাৎ এই দশকে চীন এই 035G  সাবমেরিন গুলিকে কমব্যাট ট্রেনিংয়ের জন্য ব্যবহার করেছিল৷ এই সাবমেরিন গুলিতে রয়েছে নয়া টর্পেডো ও সোনার স্টেশন৷ আর এই সিস্টেম তারা ফ্রান্সের থেকে নকল করেছে৷ রাশিয়ান বিশেষজ্ঞের মতে, এই সাবমেরিন তৈরির সময় তা ঠিকভাবে কাজ করছিলনা এক কথায় যা ছিল অপ্রচলিত।আর এই কারণ বশত রাশিয়ার থেকে মোট ১২টি সাবমেরিন ক্রয় করতে হয়েছিল চিনকে৷

বাংলাদেশের নৌসেনার সাবমেরিন সম্পর্কে বিশেষ জ্ঞান না থাকার কারনেই চীন তাদের এই অপ্রচলিত সাবমেরিন গুলি বিক্রি করতে পেরেছে, এমনটাই মত রাশিয়ার সামরিক বিশেষজ্ঞদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *