December 4, 2020

১৯৬৮ সালে সিভিল সার্ভিসে পাশ করা মানুষটি আজও ভারতকে সুরক্ষা প্রদান করে আসছে। কিংবদন্তির মুকুটে রয়েছে এইসকল পালক গুলি

নিউজ ডেস্কঃ অজিত ডোভাল। এই মানুষটিকে নিয়ে যতটা বলা যাবে ততটাই হয়ত কম। কারন তার জীবন বিচিত্রপূর্ণ এবং একাধিক রহস্যে ভরা। তার কাজ সম্পর্কে একন পর্যন্ত যতটাই আলোচনা বা সমালোচনা ততটা খুব কম বলে মত একাধিক বিশেষজ্ঞরা। উত্তরাখন্ডে আছে অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি পৌড়ি গাড়োয়াল। জেলাটির প্রত্যন্তে লুকিয়ে আছে আছে ঘিরি বানেলসিউন গ্রাম। ১৯৪৫ সালের ২০ জানুয়ারি, গ্রামটিতে জন্মেছিলেন ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার ডোভাল। বাবা গুণানন্দ ডোভাল

একসাথে শত্রুপক্ষের ৬৪ টার্গেটকে ট্র্যাক করতে সক্ষম। চীনের বিরুদ্ধে ভারতের আকাশকে সুরক্ষা দিতে বিধ্বংসী মিসাইল মোতায়েন

নিউজ ডেস্কঃ ভারত যে এবার চীনকে একটুও ছেড়ে কথা বলবে না তা কার্যত স্পষ্ট করে দেওয়া হয়েছে। এবং চীনের বিরুদ্ধে যথা সম্ভব লড়তে যথাসম্ভব প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। স্ট্রাটেজিক সাপোর্টের পাশাপাশি বেশ কিছু মিসাইল ও মোতায়েন করা রয়েছে লাদাখে। ভারত লাদাখ অঞ্চলে বেশ বড় মাত্রায় ব্রহ্মস সুপারসনিক ক্রুইজ মিসাইল, আকাশ Sam (সারফেস টু এয়ার মিসাইল) ও সারপ্রাইজ নির্ভয় সাবসনিক ক্রুইজ মিসাইল সিস্টেম সল্প আকারে মোতায়েন করে রেখেছে। 1000 কিমি পাল্লার নির্ভয়

জাপানে আরও পরমাণু বম্ব ফেলার প্ল্যান করা হয়েছিল। মোট কত গুলি বোমা তৈরি করেছিল আমেরিকা জানেন?

নিউজ ডেস্কঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা জানেনা এমন মানুষ খুঁজে পাওয়া বেশ মুশকিল। বিশ্বের তাবড় তাবড় দেশ গুলি এই যুদ্ধে নিজেদেরকে সামিল করেছিল। পাশাপাশি এই যুদ্ধে প্রায় গিয়েছিল প্রচুর মানুষের। পাশাপাশি বেশ কিছু নতুন চুক্তিও হয়েছিল, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সবথেকে ভয়াবহ ঘটনা ঘটেছিল জাপানের সাথে । ফ্যাট ম্যান কোনো মোটা মানুষের কথা নয় এটি ছিল একটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি মরমাণু বোমা। যা আমেরিকা ১৯৪৫ শে ৯ই আগষ্ট জাপানের নাগাশাকি শহরের উপর