১৯৬৮ সালে সিভিল সার্ভিসে পাশ করা মানুষটি আজও ভারতকে সুরক্ষা প্রদান করে আসছে। কিংবদন্তির মুকুটে রয়েছে এইসকল পালক গুলি
নিউজ ডেস্কঃ অজিত ডোভাল। এই মানুষটিকে নিয়ে যতটা বলা যাবে ততটাই হয়ত কম। কারন তার জীবন বিচিত্রপূর্ণ এবং একাধিক রহস্যে ভরা। তার কাজ সম্পর্কে একন পর্যন্ত যতটাই আলোচনা বা সমালোচনা ততটা খুব কম বলে মত একাধিক বিশেষজ্ঞরা। উত্তরাখন্ডে আছে অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি পৌড়ি গাড়োয়াল। জেলাটির প্রত্যন্তে লুকিয়ে আছে আছে ঘিরি বানেলসিউন গ্রাম। ১৯৪৫ সালের ২০ জানুয়ারি, গ্রামটিতে জন্মেছিলেন ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার ডোভাল। বাবা গুণানন্দ ডোভাল