November 27, 2020

ঢাকার অলিতে গলিতে থাকা পাকিস্তানের সেনাদের ক্ষতম করতে যে কাজ করেছিল ভারতীয় সেনা

নিউজ ডেস্কঃ বাংলাদেশের মুক্তি যুদ্ধের সময় ভারতবর্ষ যে বাংলাদেশকে বিরাট ভাবে সাহায্য করেছিল তা বলাই বাহুল্য। মুক্তি যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে একের পর এক সাহায্য করে গেছে। পাকিস্তানের বিরুদ্ধে তারা যথাসম্ভব সাহায্য করেছিল মুক্তি যোদ্ধাদের। তবে সরাসরি যুদ্ধে জড়ানোর পাশাপাশি বেশ কিছু মিশন চালানো হয়েছিল গোপনে। যা অনেকেরই অজানা। ১৯৭১ সালের ১১ এবং ১২ ই ডিসেম্বর লেফটেন্যান্ট কর্নেল কুলবন্ত সিং পান্নুর নেতৃত্বে ৫০০০ এর বেশি সংখ্যক প্যারাট্রুপারকে ঢাকা ও টাঙ্গাইল অঞ্চলে

আমেরিকা এবং ব্রিটেনের নোংরা রাজনীতির কারনে ভারতবর্ষ এই বিধ্বংসী যুদ্ধবিমানটি তৈরি করতে পারেনি

নিউজ ডেস্কঃ রাশিয়া এমন এক দেশ যা ভারতকে সুবিধা এবং অসুবিধায় সাহায্য করে গেছে। এবং এর প্রধান কারন হল আমেরিকা এবং ব্রিটেনের নোংরা রাজনীতি। আর এই নোংরা রাজনীতির স্বীকার হয়েছে ভারতবর্ষ। সবঠিক থাকলে ভারতবর্ষ হয়ত আজ কোনও দেশের কাছ থেকে এতো পরিমাণে যুদ্ধবিমান ক্রয় করত না। নিজেই যুদ্ধবিমান তৈরি করে অপরদেশকে রপ্তানি করার জায়গায় থাকতে পারতো। HAL HF 73 বা Marut Mk III HF-73 হ’ল একটি যৌথ ভারত-পশ্চিম জার্মান প্রকল্প।

বিধ্বংসী হলেও ৬০০ এর উপর আমেরিকার এই যুদ্ধবিমানটি কেন ধ্বংস হয়েছিল জানেন?

নিউজ ডেস্কঃ আমেরিকা যুদ্ধবিমান গুলি যে বিশ্বমানের তা একাধিকবার প্রমান হয়েছে। আর সেই কারনে তারা প্রচুর যুদ্ধবিমান বিক্রি করেছে। আজও তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করার জন্য মূকীয়ে আছে প্রচুর দেশ। তবে জানেন কি আমেরিকার এফ সিরিজের যুদ্ধবিমান বিরাট পরিমাণে বিক্রি হলেও প্রচুর পরিমাণে ধ্বংস হয়েছে। আমেরিকান F -15 ও F-16 এর ক্রাশ রেকর্ড McDonnell Douglas F-15 Eagle – 1976 সালে আমেরিকান এয়ার ফোর্সে যুক্ত হয় এই যুদ্ধবিমান। 1976 থেকে

চীনের থেকে বিমান ক্রয় করার পর যে কারনে অবস্থা খারাপ হচ্ছে নেপালের অবস্থা

নিউজ ডেস্কঃ চীন যে ভালমানের জিনিস তৈরি করেনা এবং বিক্রি করেনা তা একাধিক রিপোর্টে বেড়িয়ে এসেছে। আর সেই কারনে একাধিক সময় চীনের থেকে জিনিস ক্রয় করে পস্তিয়েছে বহু দেশ। বাংলাদেশের খারিজ করা প্লেন চিনের থেকে ক্রয় করে এখন পস্তাতে হচ্ছে নেপালকে। চিনের থেকে মোট ছটি প্লেন ক্রয় করেছিল নেপাল। কিন্তু সেগুলি গুনগতমান এতটাই খারাপ তা কিছুদিনের মধ্যে প্রমান পায় নেপাল। এই প্লেনগুলি আর না চালাবার সিদ্ধান্ত নিয়েছে কেপি শর্মা ওলির

মাটি কাটতে গিয়েই নেতাজীর অস্ত্র ভাণ্ডারের খোঁজ পাওয়া গিয়েছিল। কোন সময়ের অস্ত্র ছিল জানেন?

নিউজ ডেস্কঃ ভারতবর্ষকে  স্বাধীন করার জন্য কোনও মানুষ যদি মনপ্রান থেকে চেষ্টার পাশাপাশি নিজের জীবনকে কষ্ট দিতে বাকি রাখেন নি তাদের মধ্যে অন্যতম তাহলে নেতাজী সুভাষ চন্দ্র বসু। তবে তিনি যে স্বাধীনতা আদায় করে নিতে চেয়েছিলেন তা বলাই বাহুল্য। কাকুতি মিনতি নয় রীতিমতো সংগ্রাম করেই স্বাধীনতা আনতে চেয়েছিলেন তিনি। আর সেই কারনে দেশে বিদেশে স্বাধীনতাগামী মানুষদেরকে এক জোট করেছিলেন। মণিপুরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অস্ত্রভাণ্ডার ইতিহাসবিদদের একাংশের মতে ভারতের স্বাধীনতা দিবস হওয়া

ত্বকের জেল্লা ফেরাতে দারুন কাজ করে আপেলের ফেস প্যাক। ব্যবহারের প্রক্রিয়া জেনে রাখুন

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী ফলগুলোর মধ্যে আপেল অন্যতম । প্রত্যেকদিন যদি একটি করে আপেল ডায়েটে যোগ করেন তাহলে বহু শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন। এটি শরীরকে করে তোলে ভেতর থেকে সুস্থ ফলে বিভিন্ন রোগ প্রতিরোধ করার ক্ষমতা গড়ে ওঠে শরীরে ।ছোট্ট এই ফলটি খিদে মেটাতে ও বেশ ভালো কাজ দেয় ।তবে স্বাস্থ্যের ক্ষেত্রে আপেলের এ সমস্ত উপকারিতার কথা তো প্রায় সকলেরই জানা।কিন্তু শুধু দেহ নয় ত্বকের যত্নে ও