November 22, 2020

আমেরিকার সাথে চুক্তির ফলে চীন এবং পাকিস্তানের বিমান ড্রোন বা মিসাইল হামলা রুখে দিতে পারবে

নিউজ ডেস্কঃ কিছুদিন আগেই ভারত আমেরিকার সাথে বেকা চুক্তি সম্পন্ন করেছে। আর তার ফলে যে চীন এবং পাকিস্তানের মতো দেশের বিরুদ্ধে যে এডভান্টেজ পাবে ভারতবর্ষ তা বলাই বাহুল্য। তার প্রধান কারন হল এই যে আমেরিকার হাতে থাকা প্রায় ৩০০০ এর কাছাকাছি স্যাটেলাইটের মধ্যে প্রচুর স্যাটেলাইটের সাহায্য পাবে। ভারত এবং আমেরিকার 2+2 ডায়লগ এক বাৎসরিক অনুষ্ঠান এতে দুই দেশের বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রীরা অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ফরেন সেক্রেটারি মাইক পম্পেও ও

পিন পয়েন্ট অকুরেসিতে হিট করার জন্য দেশীয় অ্যান্টি রেডিয়েশন মিসাইল

নিউজ ডেস্কঃ কিছু বছরের মধ্যে যে ভারতের হাতে একের পর এক বিধ্বংসী মিসাইল থেকে শুরু সমরাস্ত্র আসতে শুরু করবে তা বলাই বাহুল্য। বিশেষ করে দেশীয় প্রযুক্তির মিসাইলের উপর ভারতবর্ষের যে একাধিক কোম্পানি জোর দিতে শুরু করেছে তা ইতিমধ্যে স্পষ্ট হয়েগেছে। Rudram 1 আন্টি রেডিয়েশন মিসাইল। এয়ার ভার্শন সফল পরীক্ষার পর DRDO এর ল্যান্ড ভার্শন নিয়ে আসতে চলেছে। তবে যদিও প্রতিরক্ষা মন্ত্রক অফিসিয়াল ভাবে কিছু জানায় নি। Rudram 2 হবে একটি

কি এমন আপগ্রেড করা হয়েছে যে পাকিস্তান গুপ্তচর লাগাচ্ছে ভারতের এই বিধ্বংসী বিমান সম্পর্কে জানার জন্য?

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে থাকা প্রথম সারির যুদ্ধবিমান হল সুখই সু ৩০ এম কে আই। বিমানগুলিকে আবারও নতুন করে আপগ্রেড করা শুরু হয়েছে। এই যুদ্ধবিমানের কারনে ভারতবর্ষের শত্রুদেশ বেশ সমীহ করে চলে ভারতের বায়ুসেনাকে। এবং কিছুদিনের আরও ১২ টি এই বিমান সেনাবাহিনীর হাতে আসতে চলেছে। পাশাপাশি এই সুখই গুলিকে সুপার সুখই এ উন্নিত করা চেষ্টা করা হচ্ছে। পাকিস্তানের কুখ্যাত গুপ্তচর এজেন্সি ISI (ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স) ভারতের বিমান বাহিনীর সুখই সু

২৫০০০ ফুট থেকে আক্রমণ শানাতে সক্ষম দেশীয় এই ড্রোন

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের কিছু দেশীয় প্রাইভেট কোম্পানি যে ভালো কাজ করছে তা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। এবং তাদের মান প্রমান করার জন্য বিদেশে গিয়ে ট্রায়াল সম্পূর্ণ করেছে। ভারতীয় কোম্পানি L& T ভারতের সেনাবাহিনীর জন্য একটি ট্যাক্টিক্যাল UAV নিয়ে আসতে চলেছে। অটোমেটিক টেক অফ আর ল্যান্ডিং এ কটি বোতাম টিপে , একটি 10,500 ফুট এর স্ট্যান্ডার্ড রান ওয়ে থেকে, ফুল পে লোড নিয়ে এটি Stanag  4671 স্ট্যান্ডার্ড বিশিষ্ট অর্থাৎ NATO মাপকাঠি উপযুক্ত

আরও বিধ্বংসী রাফালে ক্রয় করার কথা কেন আলোচনা করা হচ্ছে?

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে কিছুদিন আগেই রাফালে যুদ্ধবিমান এসেছে। তবে ডাসল্টের তৈরি যুদ্ধবিমান এই প্রথম নয়, ডাসল্ট এর তৈরি যুদ্ধবিমানের প্রথম ক্রেতা ভারতবর্ষই। এবং বর্তমান যুগে একের পর এক অত্যাধুনিক যুদ্ধাস্ত্র তৈরি করছে তারা। ভারতের বিমান বাহিনীতে ডাসল্ট এভিয়েশন এর রাফায়েল বিমান ক্রমান্বয়ে যোগ দিচ্ছে। 36 টি বিমানের প্রথম 5 টি হরিয়ানার আম্বালা এয়ার বেস ইতিমধ্যে পৌঁছে গেছে। এখন 36 টি বিমান হয়ত ছোট খাটো যুদ্ধের পক্ষে যথেষ্ট কিন্তু বড়

টিয়া পাকি ফুল ফল খেলেও সবুজ টিয়া এই বিশেষ জিনিস টি খেতে বেশ ভালোবাসে

নিউজ ডেস্কঃ সবুজ টিয়া (বৈজ্ঞানিক নাম:Psittacula krameri) টিয়া প্রজাতির অতিপরিচিত ও সুদর্শন পাখি। সবুজ টিয়া সহজেই পোষ মানে এবং মানুষের মতো করে কথা বলতে পারে। এরা সাধারণত বন, বৃক্ষবহুল এলাকা, প্রশস্ত পাতার বন, আর্দ্র পাতাঝরা বন, খোলা বন, পাহাড়ি বন, চা-বাগান, বসতবাড়ির বাগান, আবাদি জমি, পুরোনো বাড়িতে বসবাস ও বিচরণ করে।বিগত কয়েক দশক ধরে বেশ কিছু জায়গায় এর সংখ্যা কমে আসছে। তবে এখনও আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছেনি বলে আই. ইউ.