আগের বছরের থেকে প্রায় ১০০০ বার বেশি যুদ্ধ বিরতী উলঙ্ঘন করেছে। চলতি বছরে মোট কতবার যুদ্ধ বিরতি উলঙ্ঘন করল পাকিস্তান?
নিউজ ডেস্কঃ লাইন অফ আকচুয়াল কন্ট্রোল অর্থাৎ এল ও সি তে উত্তেজনা চরমে। ইতিমধ্যেই প্রান হারিয়েছে ভারত-পাক দুই পক্ষের সেনা। তবে উত্তেজনা কমার কোনও নাম নেই, যদিও বেশ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে পাকিস্তানকে। তবে এইবছরে এটাই প্রথম নয়, বহুবার যুদ্ধবিরতি উলঙ্ঘন করেছে পাকিস্তান। এল ও সি তে পাক সমর্থীত জঙ্গি ও পাক সেনার যুদ্ধ বিরতী উলঙ্ঘন ভারতের পাল্টা জবাবে নিহত হয়েছে ৭ থে ৮ পাকিস্তানি সেনা। পাক সমর্থীত জঙ্গি ও