নিউজ ডেস্কঃ করোনা পরবর্তী সময়ে যে ওয়েব প্ল্যাটফর্ম ই ভরসা তা ইতিমধ্যে প্রমানিত। শুধু ভিড় এড়ানো নয়, ঘরে বসেই যেহেতু ভালো সিনেমার স্বাদ পাচ্ছেন সিনে প্রেমীরা তাই আর বাইরে গিয়ে সেভাবে ছবি দেখতে যাওয়া মানুষের সংখ্যা আসতে আসতে কমতে শুরু করেছে। আর সেই কারনে একাধিক প্রোডকাশান কোম্পানি থেকে শুরু করে বড় বড় কোম্পানি এখন বেছে নিচ্ছে ও টি টি প্ল্যাটফর্মকে।
বাংলার বিনোদন জগতে আরও এক নতুন ও টি টি প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটল এবার। ক্লিক, বাংলার বিনোদন জগতে নতুন এক প্ল্যাটফর্ম। ও টি টি প্ল্যাটফর্ম নতুন হলেও ক্লিকের প্রধান সংস্থা হচ্ছে অ্যাঞ্জেল টেলিভিশান প্রাইভেট লিমিটেড।
দীর্ঘ ৪০ বছর ধরে সারা বিশ্ব জুড়ে বিভিন্ন ছবি বানানো থেকে শুরু করে বিনোদন জগতের সাথে জড়িয়ে আছে এই নাম।
অরিজিনাল ওয়েব সিরিজ থেকে শুরু করে শর্ট ফিল্মস, কিড আনিমেশান, বাংলা ক্লাসিক ছবি, ব্লক ব্লাস্টার হিট ছবি গুলিকে এইচ ডি ফরম্যাটেই দেখা যাবে এই ওয়েব প্ল্যাটফর্মে।
শুধু সিনে প্রেমীদের জন্যই নয়, মিউসিক প্রেমী মানুষদের জন্যেও বিভিন্ন ছবির জনপ্রিয় গান গুলিকে অডিও এবং ভিডিও ফরম্যাটে দেখা যাবে এই প্ল্যাটফর্মে।