নিউজ ডেস্কঃ দীর্ঘদিন পর আবার টলি পর্দাতে দেখতে পাওয়া যাবে চিনি এবং ভুটুকে। এরা হামি তে অভিনয় করে দর্শকদের এতটাই মন কেড়েছে যে তাদেরকে আবার পর্দায় দেখার জন্যে উদগ্রীব হয়েছিলেন অনেকেই। তাই এই প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরিচালিত হামি ২ ছবির পোস্টার শিশু দিবসের দিনটিতেপ্রকাশ্যে আনেন। এই ছবিটি পরের বছর আসতে চলেছে টলি পর্দায়। ২০১৮ তে মুক্তি পাওয়া হামি ছবিটি শুধুমাত্র ছোটদের নয় বরং বড়দের ও মন কেড়েছিল এবং সুপার হিট ছবিও বটে।এই ছবিতে অভিনয় করেছিলেন চিনির ভূমিকায় তিয়াসা পাল, ভুটুর ভূমিকায় ব্রত বন্দ্যোপাধ্যায়।এছাড়াও ছবিতে ছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়,গার্গী রায়চৌধুরী, অপরাজিতা আঢ্য,খরাজ মুখোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায়,তনুশ্রী শংকর এর মতো তারকারা।
হামি ২ তে ভুটু এবং চিনি ছাড়াও থাকবে লালটু বিশ্বাস,মিতালী, কাউন্সিলর সহ একাধিক চেনা চরিত্র।বর্তমানে পোস্টার প্রকাশ্যে এলেও ছবি এখনো ফ্লোরে যায়নি তবে খুব শীঘ্রই শুরু হবে এই ছবির কাজ। উইন্ডোজ প্রোডাকশন এর তরফ থেকে জানা যায় যে ২০২১ এ এই ছবিটি মুক্তি পাবে কিন্তু কবে পাবে তা এখনো পর্যন্ত জানা যায় নি।
হামি ছবিটি খুবই সাফল্যের সঙ্গে জনপ্রিয়তা লাভ করেছিল দর্শকমহলে। এবার দেখার বিষয় হামি ২ দর্শকমহলে কাছে কতটা জনপ্রিয়তা লাভ করতে পারে সেটাই দেখার।
This children's day Laltu and Bhutu is back again…and that too with a bang! Are you ready to be the part of this joyride?#Haami2 is coming soon#Haami @nanditawindows @shibumukherjee #BrotoBanerjee pic.twitter.com/pJGU0pXDE1
— Windows Production (@WindowsNs) November 14, 2020