নিউজ ডেস্কঃ কালী পূজা। পৃথিবীর প্রায় প্রচুর দেশে এই পূজার চল আছে। ভারতবর্ষে বিরাট আকারে হলেও পৃথিবীর অনেক দেশে অনেক জাতি এবং অনেক ধর্মের মানুষযে এই কালী পূজাকে করতে দেখা যায়। তবে মা কালী কে কেন কালী বলা হয়ে থাকে কখনও ভেবে দেখেছেন?
দুর্গা পুজোর পরের অমাবস্যা তিথিতে কালী পুজো হয়ে থাকে। আর এমনটা হয়ে আসছে শুরু থেকেই। মায়ের পায়ের নীচে শায়িত থাকেন দেবাদিদেব মহাদেব, আর এক হাত জিভ বের করে দাঁড়িয়ে আছেন তিনি। এই রূপেই সর্বত্র পুজিত হয়ে আসছেন মা কালী। কালীর এই রূপ নিয়ে রয়েছে নানান পৌরাণিক কাহিনি। শুধু রূপই নয় মা কালীকে নিয়েও রয়েছে আরও অনেক কাহিনি।
মায়ের কালী হয়ে ওঠার পেছনে রয়েছে এক কাহিনি। মনে করা হয়ে থাকে যে কালের স্ত্রী, তাই তিনি কালী। কালের স্ত্রীলিঙ্গ হয় কালী। আর যেহেতু শিব -কে কাল বলা হয়ে থাকে তাই শিবের স্ত্রী হিসাবে তিনি হয়ে উঠেছেন কালী।
শাস্ত্র অনুসারে যে যে কাল সর্বজনকে গ্রাস করে আর যিনি সেই কালকেই গ্রাস করেন তিনি হলেন কালী। উৎপত্তি, স্থিতি, মহাপ্রলয়-এর পছনে রয়েছে এই কাল শক্তি। মহাপ্রলয়ের কালশক্তি মহাকালীর ভিতরেই নিঃশেষ হয়ে লীন হয়ে যায়।