নিউজ ডেস্কঃ লাদাখে যে চীনকে যে একটুও ছেড়ে কথা বলবে না সেনাবাহিনী তা কার্যত স্পষ্ট করে দিয়েছিল সেনাবাহিনী। সেই মত প্রচুর পরিমাণে যুদ্ধাস্ত্র থেকে সেনাবাহিনী জওয়ানদের সেখানে রাখা হয়েছে। পাশাপাশি জওয়ানদের শীতে যাতে একটুও কোনও অসুবিধার মুখোমুখি হতে না হয় সেই কারনে লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র এবং শীতের সরঞ্জামের ব্যবস্থা সম্পূর্ণ করা হয়েছে।
পূর্ব লাদাখ থেকে ভারতীয় আর্মির নতুন ছবি ! জওয়ানের গায়ে রয়েছে আমেরিকা থেকে আনা এক্সট্রিম কোল্ড ওয়েদার ক্লোদিং সেট এবং হাতে রয়েছে SIG-716 ব্যাটেল রাইফেল।