November 10, 2020

নেভাল এক্সারসাইজে ভারতের হয়ে যোগ দিল বিধ্বংসী যুদ্ধজাহাজ

নিউজ ডেস্কঃ চীনকে শুধু স্থল পথে নয়, জলপথেও জবাব দিতে তৈরি হচ্ছে সেনাবাহিনী। আর সেই কারনে নেভাল এক্সারসাইজেস ও করছে। কোয়াড গষ্ঠির মালাবার-২০ নেভাল এক্সার্সাইজ (২৪তম বর্ষ) এর ফেজ ১ সূচনা হল।  ভারতের পক্ষে অংশ নিয়েছে আইএনএস রণবিজয়, শিভালিক, শক্তি, সুকন্যা ও সিন্ধুরাজ (কিলো ক্লাস সাবমেরিন)। আমেরিকার জন-এসএমসি কেইন, অস্ট্রেলিয়ার বাল্লারাট ও জাপানের জেএস ওনামি!

চীনের মুখোমুখি হতে প্রস্তুত। সেনাবাহিনীর জন্য অত্যাধুনিক সরঞ্জাম

নিউজ ডেস্কঃ লাদাখে যে চীনকে যে একটুও ছেড়ে কথা বলবে না সেনাবাহিনী তা কার্যত স্পষ্ট করে দিয়েছিল সেনাবাহিনী। সেই মত প্রচুর পরিমাণে যুদ্ধাস্ত্র থেকে সেনাবাহিনী জওয়ানদের সেখানে রাখা হয়েছে। পাশাপাশি জওয়ানদের শীতে যাতে একটুও কোনও অসুবিধার মুখোমুখি হতে না হয় সেই কারনে লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র এবং শীতের সরঞ্জামের ব্যবস্থা সম্পূর্ণ করা হয়েছে। পূর্ব লাদাখ থেকে ভারতীয় আর্মির নতুন ছবি ! জ‌ওয়ানের গায়ে রয়েছে আমেরিকা থেকে আনা