নিউজ ডেস্কঃ এক সুত্রের মতে পাকিস্তানের ৪০ শতাংশ জে এফ ১৭ যুদ্ধবিমান গুলি বিরাট সমস্যায় রয়েছে আর সেই কারনে পাকিস্তান চীনের এই ৪০ শতাংশ বিমান গ্রাউন্ডেড করে রেখেছে। সমস্যা এতোটাই জটিল জে এগুলি আর হয়ত সার্ভিসে না ও ফিরতে পারে।
পাকিস্তানের মারদানে একটি JF-17 সফল ভাবে ক্রাশ করেছে। বিভিন্ন সূত্র অনুযায়ী এটা JF-17B (JF-17 এর দুই আসন বিশিষ্ট ট্রেনার ভার্সন)। আইএসআই এই ঘটনা চাপা দেওয়ার জন্য ব্যাপক চেষ্টা করছে।