November 9, 2020

ফের যুদ্ধবিমান ধ্বংস পাকিস্তানের

নিউজ ডেস্কঃ এক সুত্রের মতে পাকিস্তানের ৪০ শতাংশ জে এফ ১৭ যুদ্ধবিমান গুলি বিরাট সমস্যায় রয়েছে  আর সেই কারনে পাকিস্তান চীনের এই ৪০ শতাংশ বিমান গ্রাউন্ডেড করে রেখেছে। সমস্যা এতোটাই জটিল জে এগুলি আর হয়ত সার্ভিসে না ও ফিরতে পারে। পাকিস্তানের মারদানে একটি JF-17 সফল ভাবে ক্রাশ করেছে। বিভিন্ন সূত্র অনুযায়ী এটা JF-17B (JF-17 এর দুই আসন বিশিষ্ট ট্রেনার ভার্সন)। আইএসআই এই ঘটনা চাপা দেওয়ার জন্য ব্যাপক চেষ্টা করছে।

চীনের ভারতের যে শক্ত অবস্থান। ভারতকে তাই আগেই দিচ্ছে এই বিধ্বংসী মিসাইল

নিউজ ডেস্কঃ ফ্রান্স যে ভারতের বন্ধু রাষ্ট্র তা এখন কমবেশি সকল দেশেরই জানা। ফ্রান্সের থেকে মিরাজের মতো যুদ্ধবিমান ক্রয় করার পর থেকেই ফ্রান্সের সাথে ভারতের সম্পর্ক যথেষ্ট বন্ধুত্বপূর্ণ। বর্তমান কালে রাফালের হাতে আসার পর ফ্রান্সের সাথে আরও ভালো হয়েছে ভারতের সম্পর্ক। আগামী মাসে ভারতের রাফালের জন্য প্রথম হ্যমার গাইডেড যুদ্ধাস্ত্র ডেলিভারি পেতে চলেছে ভারত ফ্রান্স থেকে। মনে করা হচ্ছে চীনের বিরুদ্ধে ভারতের যে শক্ত অবস্থান তাতে চীন যখন তখন একটি