নিউজ ডেস্কঃ ভারতের দেশীয় সংস্থা গুলির উন্নতি সত্যি চোখে পরার মতো। ডি আর ডি ও র মতো সংস্থা ভালো কাজ করছে, পাশাপাশি বেশ কিছু প্রাইভেট কোম্পানিও যৌথভাবে একাধিক বিধ্বংসী অস্ত্র তৈরি করছে।
ভারত এর DRDO দেশীয় man portable air defence সিস্টেম MANPAD এর কাজ শুরু করতে যাচ্ছে । DRDO এই সিস্টেম এর প্রোটোটাইপ এর ফেব্রিকেশন এর কাজ শুরু করে দিয়েছে। MANPAD টি তে একটি ডুয়াল ব্যান্ড ইনফ্রারেড হোমিং সিকার থাকবে, অথবা মাল্টি স্পেক্টরিকাল অপটিক্যাল সিকার ।
যার ওজন হবে 25 কেজি। দিন এবং রাতে কাজ করতে পারবে। 6 কিমি এফেক্টিভ রেঞ্জ । 3000 মিটার দূরের উচ্চতার শত্রু কে এনগেজমেন্ট করতে সক্ষম। বিভিন্ন ভু প্রকৃতি গত অবস্থানে কাজ করার ক্ষমতা উঁচু পাহাড়, সমতল, অরণ্য, মরুভূমি বা উপকূল অঞ্চলে । ভবিষ্যতে এই সিস্টেম এর উপর বেস করে স্বল্প পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম বানান হবে যেগুলি ট্যাংক, সাঁজোয়া গাড়ী ও নৌ জাহাজে ইনস্টল হবে।