November 7, 2020

আসতে চলেছে ১২০ কেজি ওজনের স্মার্ট বোম্ব। শত্রুর রানওয়ে, ব্যাংকার, হাঙ্গারকে গুঁড়ো গুঁড়ো করে দিতে

নিউজ ডেস্কঃ ভারতীয় নৌসেনা এবং বায়ুসেনা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। ভারতীয় বায়ু সেনা ও নৌ সেনা মিলিত ভাবে ৫০০ স্মার্ট আন্টি এয়ারফিল্ড উইপন SAAW এর অর্ডার দিতে চলেছে। ইন্ডেজেনাসলি ডেভেলপ করা স্মার্ট গাইডেড এই বোম্ব। গ্রাউন্ড টার্গেট কে ১০০ কিমি দূর থেকে এনগেজমেন্ট করতে পারে। ২০১৮ সালে ১৬ থেকে ১৮ আগস্ট মাসে তিনবার সফল পরীক্ষার পর DRDO এর প্রোডাকশন শুরু করতে চলেছে। এই ১২০ কেজি ওজনের স্মার্ট বোম্বটি রানওয়ে,

দিন এবং রাতে কাজ করতে পারবে, ৩০০০ মিটার দূরের উচ্চতার শত্রু কে ধ্বংস করতে সক্ষম। শুরু হচ্ছে  কাজ

নিউজ ডেস্কঃ ভারতের দেশীয় সংস্থা গুলির উন্নতি সত্যি চোখে পরার মতো। ডি আর ডি ও র মতো সংস্থা ভালো কাজ করছে, পাশাপাশি বেশ কিছু প্রাইভেট কোম্পানিও যৌথভাবে একাধিক বিধ্বংসী অস্ত্র তৈরি করছে। ভারত এর DRDO দেশীয় man portable air defence সিস্টেম MANPAD এর কাজ শুরু করতে যাচ্ছে । DRDO এই সিস্টেম এর প্রোটোটাইপ এর ফেব্রিকেশন এর কাজ শুরু করে দিয়েছে। MANPAD টি তে একটি ডুয়াল ব্যান্ড ইনফ্রারেড হোমিং সিকার থাকবে,

মধ্য মালিতে বিমান হামলায় আল-কায়েদার সাথে জড়িত অর্ধশতাধিক জিহাদিকে হত্যা

নিউজ ডেস্কঃ ফ্রান্স যে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে গর্জে উঠেছে তা বলাই বাহুল্য। সিরিয়া থেকে শুরু করে নাইজেরিয়ার মতো অঞ্চলের শান্তি ফেরাতে একাধিক হামলা চালিয়েছে তারা। বিশেষ করে কিছু দিনে আগে তারা সিরিয়াতে হামলা চালিয়েছিল রাফালে দিয়ে। এবার তারা হামলা চালাল নাইজেরিয়ার বিরুদ্ধে। ফরাসী সরকার ইতিমধ্যে জানিয়েছে যে তাদের বাহিনী মধ্য মালিতে বিমান হামলায় আল-কায়েদার সাথে জড়িত অর্ধশতাধিক জিহাদিকে হত্যা করেছে। ফরাসী প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পারলি মালির অন্তর্বর্তী সরকারের সদস্যদের সাথে দেখা