নিউজ ডেস্কঃ এফ ২২ র্যাপ্টর। সার্ভিসে আসা একমাত্র পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। এতদিন পর্যন্ত এই যুদ্ধবিমান কোনও দেশকে বিক্রি করেনি আমেরিকা। সিকিউরিটির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সিধান্ত পরিবর্তন করল তারা।
আমেরিকান সরকার ইসরায়েলকে F-22 রেপ্টর বিক্রয় করার অনুমতি দিয়ে দিয়েছে। এই প্রথম F-22 কোন দেশকে বিক্রি করতে চলেছে আমেরিকা। কিছুদিন আগেই কাতার ও সংযুক্ত আরব আমিরশাহী কে F-35 দেওয়ার প্রতিবাদে ইসরায়েল F-22 চায়। আমেরিকা সহমতি দিয়ে একাধিক দেশের চাপ যে বাড়িয়েছে তা বলাই বাহুল্য।
আগেও ইসরায়েল, জাপান F-22 ক্রয় করতে চেয়েছিল কিন্তু আমেরিকা দেয় নি। ২০১১ সাল থেকেই F-22 এর প্রোডাকশন বন্ধ, নতুন করে আবার তৈরি করতে যথেষ্ট খরচা হবে, তা সত্বেও ইসরায়েল কে F-22 দিচ্ছে আমেরিকা।