চাপ বাড়ছে দেশের নিরাপত্তার। সেনাবাহিনীর জন্য নতুন অ্যাপ

চাপ বাড়ছে দেশের নিরাপত্তার। সেনাবাহিনীর জন্য নতুন অ্যাপ

নিউজ ডেস্কঃ হোয়াটস অ্যাপ যে গোপন তথ্য লিক করছে তা একাধিক বিশেষজ্ঞদের কথায় ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। এবং সেই কারনে দেশের নিরাপত্তা ব্যবস্থার উপরও চাপ পড়েছে। আর সেই কারনে সেনাবাহিনীদের পরিবারের জন্য এক নতুন তৈরি করা হল।

ইন্ডিয়ান আর্মি সিকিউরিটির জন্য হোয়াটসঅ্যাপের মত একটি নিজস্ব অ্যাপ তৈরী করছে যার নাম Secure Application for Internet (SAI)। “SAI” হোয়াটসঅ্যাপের মতই একটি সিম্পল ও সিকিওর অ্যাপ্লিকেশন যাতে এন্ড টু এন্ড ভয়েস, টেক্সট, ভিডিও কলিং সাপোর্ট করে। সমস্ত সেনাবাহিনীর সদস্য ও তাদের পরিবার এই অ্যাপ ব্যবহার করবে। SAI তৈরি করেছে রাজস্থানের সিগন্যাল ইউনিটের কমান্ডিং অফিসার কর্নেল সাই শংকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *