সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া

সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া

ওয়েব ডেস্কঃ ট্রোল্ড হওয়াটা এখন তাঁর কাছে আর বাকি পাঁচটা কাজের মতো সাধারন ব্যাপার। তাঁর একাধিক কাজের জন্য প্রায় সয় সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তবে তাতে তাঁর কিছু এসে যায়না।

কিছুদিন আগে ভারতিয় ঐতিহ্য সারি পরে পিঠ বের করে ফটোশ্যুট করেছিলেন বলে তাঁকে নিয়ে শুরু হয় একাধিক সমালোচনা। আবার অন্যদিকে নিজেই যখন মানুষকে তামাক বর্জন করতে বলেন তখন নিজেই নিজের স্বামি, শাশুড়ির সাথে বসে হাতে সিগারেট নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ার করতে দেখেগেছে। তবে এসব দিকে কান দিতে রাজি নয় প্রিয়াঙ্কা চোপরা। কিছু মাস আগেই সাত পাকে বাঁধা পরেন ইউ এস এর বিখ্যাত গায়ক নিক জনাসের সাথে।

View this post on Instagram

Miss home.. ❤️ @sky.krishna @divya_jyoti

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

View this post on Instagram

Fav co-worker @diariesofdiana ❤️

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

View this post on Instagram

My forever guy…so grateful for you @nickjonas

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *