নিউজ ডেস্কঃ আমেরিকার সাথে যে তুরস্কের সম্পর্ক খারাপ হয়েছে তা বলাই বাহুল্য। দীর্ঘদিন সক্ষতার পর তুরস্কের সাথে এখন সম্পর্ক অনেকটাই খারাপ আমেরিকার। বিশেষ করে রাশিয়ার থেকে এস ৪০০ ক্রয় করার পর তুরস্ককে আর যুদ্ধাস্ত্র বিক্রি করবে না আমেরিকা জানিয়ে দিয়েছে। আর সেই কারনে এফ ৩৫ বিক্রি করা হয়নি তুরস্ককে।
এবার তুরস্কের জন্য তৈরী F-35 গ্রীসকে দিতে চলেছে আমেরিকা। গ্রীস কুড়িটি F-35 ক্রয় করতে চলছে আমেরিকা থেকে,এগুলির মধ্যে ছয়টি F-35 তুরস্কের জন্য তৈরী করা F-35। এখন সেগুলো গ্রীস পাবে। আঠারোটি রাফালের পর এবার গ্রীস ২০ টি F-35 ক্রয় করছে। গ্রীসের এই পদক্ষেপ, তুরস্কের যেকোন আগ্রাসনের বিরুদ্ধে ব্যাপক কার্যকরী হতে চলেছে।