চীন, পাকিস্তানকে চাপে রাখতে নতুন চুক্তি সম্পন্ন আমেরিকার সঙ্গে। ভারতের ৯৭ টি স্যাটেলাইটের বদলে আমেরিকার ২০০০ র উপর স্যাটেলাইটের এ্যক্সেস পাবে সেনাবাহিনী
নিউজ ডেস্কঃ ভারত এবং আমেরিকার বন্ধুত্ব ক্রমশ বেড়েই চলেছে। দীর্ঘদিন পাকিস্তানের হয়ে তবেদারি করলেও বর্তমানে আমেরিকা ভারতের পরমবন্ধু, কারন চীন এবং পাকিস্তানের এক থাকার ফলে বেশ কিছু স্ট্রাটেজি বদল করতে হয়েছে অ্যামেরিকাকে। শত্রুর শত্রু আমার বন্ধু, ঠিক সেই কারনেই এখন আমেরিকা এবং ভারতবর্ষ এক হয়ে চলছে। ভারত ও আমেরিকার মধ্যে BECA চুক্তি সই হওয়ার পর দুই দেশের কাছে স্যটেলাইট গাইডেন্স থেকে শুরু করে নোভিগেশান ও ইন্টেলিজেন্সের নতুন আকাশ খুলে গেল।