November 2, 2020

চীন, পাকিস্তানকে চাপে রাখতে নতুন চুক্তি সম্পন্ন আমেরিকার সঙ্গে। ভারতের ৯৭ টি স্যাটেলাইটের বদলে আমেরিকার ২০০০ র উপর স্যাটেলাইটের এ্যক্সেস পাবে সেনাবাহিনী

নিউজ ডেস্কঃ ভারত এবং আমেরিকার বন্ধুত্ব ক্রমশ বেড়েই চলেছে। দীর্ঘদিন পাকিস্তানের হয়ে তবেদারি করলেও বর্তমানে আমেরিকা ভারতের পরমবন্ধু, কারন চীন এবং পাকিস্তানের এক থাকার ফলে বেশ কিছু স্ট্রাটেজি বদল করতে হয়েছে অ্যামেরিকাকে। শত্রুর শত্রু আমার বন্ধু, ঠিক সেই কারনেই এখন আমেরিকা এবং ভারতবর্ষ এক হয়ে চলছে। ভারত ও আমেরিকার মধ্যে BECA চুক্তি সই হওয়ার পর দুই দেশের কাছে স্যটেলাইট গাইডেন্স থেকে শুরু করে নোভিগেশান ও ইন্টেলিজেন্সের নতুন আকাশ খুলে গেল।

রাফালে প্রতিদ্বন্দ্বী। ভারতের নৌবাহিনীর জন্য বিধ্বংসী যুদ্ধবিমান অফার করল আমেরিকা

নিউজ ডেস্কঃ আমেরিকার সাথে ভারতবর্ষের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে তা কমবেশি এখন সকলেরই জানা। চীন এবং পাকিস্তানকে এক ঘরে করতে ভারতের সাথে হাত মিলিয়েছে আমেরিকা। আর সেই কারনে আরও সম্পর্ক সুদৃঢ় হচ্ছে এই দুই দেশের মধ্যে। ভারতকে একাধিক যুদ্ধাস্ত্র বিক্রিও করতে চলেছে। ভারতীয় নৌবাহিনীর জন্য ডাকা ৫৭টি ফাইটার টেন্ডারের জন্য আমেরিকা ভারতকে সুপার হর্নেট ব্লক ৩ অফার করেছে। এই অফার ভারতকে ২+২ বৈঠকে ভারতকে দেওয়া হয়। ফাইটার গুলি ভারতীয় এয়ারক্রাফট ক্যরিয়ার

আজারবাইজানে ক্লাস্টার বম্ব বিস্ফোরণ। নিহত ৬০ র অধিক

নিউজ ডেস্কঃ আর্মেনিয়া এবং আজারবাইজানের যুদ্ধ থামার কোনও নাম নেই, উল্টে দুই পক্ষের মধ্যে আক্রমণ আরও বেড়েই চলেছে। একাধিক দেশের অনুরোধ এবং চাপ উপেক্ষা করেই চলছে যুদ্ধ। দীর্ঘ এক মাস কেটে যাওয়া এই যুদ্ধে ইতিমধ্যে ক্ষতি হয়েছে অনেক। আজারবাইজানকে ইতিমধ্যে সমর্থন করেছে পাকিস্তান এবং তুরস্ক। আর্মেনিয়া এখনও সরাসরি কোনও দেশের সমর্থন পায়নি। আর্মেনিয়ার তীব্র আক্রমন! আজারবাইজানের শহর বর্দাতে আর্মেনিয়ার সেনারা স্মের্চ রকেট আর্টিলারির সাহায্যে ক্লাস্টার মিউনিশানের বর্ষণ করে। এতে ২০জন

তুরস্ককে চাপে রাখতে গ্রীসকে বিধ্বংসী দেওয়ার পথে আমেরিকা

নিউজ ডেস্কঃ আমেরিকার সাথে যে তুরস্কের সম্পর্ক খারাপ হয়েছে তা বলাই বাহুল্য। দীর্ঘদিন সক্ষতার পর তুরস্কের সাথে এখন সম্পর্ক অনেকটাই খারাপ আমেরিকার। বিশেষ করে রাশিয়ার থেকে এস ৪০০ ক্রয় করার পর তুরস্ককে আর যুদ্ধাস্ত্র বিক্রি করবে না আমেরিকা জানিয়ে দিয়েছে। আর সেই কারনে এফ ৩৫ বিক্রি করা হয়নি তুরস্ককে। এবার তুরস্কের জন্য তৈরী F-35 গ্রীসকে দিতে চলেছে আমেরিকা। গ্রীস কুড়িটি F-35 ক্রয় করতে চলছে আমেরিকা থেকে,এগুলির মধ্যে ছয়টি F-35 তুরস্কের

যোগব্যায়ামের ছবি শেয়ার করলেন বলি ডিভা এশা গুপ্তা

ওয়েব ডেস্কঃ ২০০৭ এ মিস ফেমিনা মিস ইন্ডিয়া বিউটি পেজেন্টির দ্বিতীয় রানার্স আপ হয়েছিলেন এশা গুপ্তা। এরপর ইমরান হাস্মির বিপরীতে “জান্নাত ২” দিয়ে বলিউডে ডেবিউ করেন এই মডেল কাম অভিনেত্রী। এছাড়াও মিস ইন্টারন্যাশনাল বিউটি পেজেন্টেও অংশগ্রহন করেন তিনি। ২০১০ সালে ক্যালেন্ডার গার্ল ও নির্বাচিত হন তিনি। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই তিনি তাঁর সাহসিকতার পরিচয় দেন। https://www.instagram.com/p/CBSceXgJrL1/ https://www.instagram.com/p/CBscS3KJop6/ https://www.instagram.com/p/CCGB4ILpg94/ https://www.instagram.com/p/CCsZ8LRpOSD/ https://www.instagram.com/p/CFRAkL6pBBy/  

ফটোশ্যুটে বলি ডিভা শিল্পা শেঠী

ওয়েব ডেস্কঃ শিল্পা শেঠী কুন্দ্রা হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল। ১৯৯৩ সালের শাহরুখ খানের বিপরীতে বাজিগর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেকের পর থেকে প্রায় ৪০ টি বলিউড, তামিল, তেলেগু এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন। শিল্পা প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন ১৯৯৪ সালের আগ ছবিতে। এছাড়াও তিনি ধাড়কান (২০০০) এবং রিস্তে (২০০২) চলচ্চিত্রে অসাধারণ অভিনয় নৌপুন্য প্রদর্শন করেন। ২০০৪ সালের ফির মিলিঙ্গে চলচ্চিত্রে একজন এইডস রোগী হিসেবে অভিনয় করে তিনি

উষ্ণতা ছড়ালেন বঙ্গ ললনা সায়ন্তিকা

ওয়েব ডেস্কঃ রিয়্যালিটি শো থেকে উঠে এসে সিনেমা করেছেন এমন নাম বহু আছে আজকের দিনে। বিশেষ করে আবার ওয়েব সিরিজের ক্ষেত্রে। কারন ওয়েব প্ল্যাটফর্ম আসার পর সিনেমা জগতের পরিধি অনেকটা বড় হয়েছে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বাংলা চলচ্চিত্র জগতের এখন অন্যতম সেরা নাম। শুরুটা হয়েছিল টিভি রিয়্যালিটি শো থেকে। “নাচ ধুম মাচালে” থেকে উঠে আসা এই নায়িকা এখন বাংলা চলচ্চিত্র জগতকে বেশ কয়েকটি হিট ছবি ইতিমধ্যেই দিয়েছেন। টেলিভিশান ক্যারিয়ারে তাঁর প্রথম কাজ