October 2020

চীনের থেকে ক্রয় করা যুদ্ধবিমানের থেকে কতোটা বিধ্বংসী ভারতের দেশীয় যুদ্ধবিমান তেজাস?

নিউজ ডেস্কঃ ইতিমধ্যে চীনের বেশ কিছু যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। পাকিস্তানের হাতে বেশ কিছু জে এফ ১৭ জে যুদ্ধবিমান গুলি রয়েছে তার মধ্যে ইতিমধ্যে বেশ কিছু ধ্বংস হয়েছে। এমনিতেই চীনের যুদ্ধাস্ত্র গুলিতে যে টেকনিক্যাল সমস্যা রয়েছে তা প্রকাশ্যে এসেছে। তবুও তাদের কাছ থেকে পাকিস্তানের পাশাপাশি আফ্রিকার প্রচুর দেশ যুদ্ধাস্ত্র ক্রয় করে, বিশেষ করে তাদের জিনিসের দাম কম হওয়ার কারনে। তবে তাদের এই জে এফ ১৭ বিমান গুলি এতো পরিমাণে ধ্বংস হয়েছে

চীনের কবল থেকে দখল মুক্ত আরও কিছু অঞ্চল

নিউজ ডেস্কঃ চীন ভারত উত্তেজনার পর ভারতের বেশ কিছু স্থান চীন দখল করে নিয়েছিল বলে জানা গিয়েছিল। যদিও তারপর থেকে ভারতীয় সেনেরা সেইসব স্থান পুনরুদ্ধারের কাজে নেমে পরে। একাধিক স্থান দখল করার পাশাপাশি বেশ কিছুটা আগ্রাসন নজরে পরেছিল ভারতীয় সেনাদের এমনটাই জানিয়েছিলেন সামরিক বিশেষজ্ঞরা। কোনো ভাবেই থামছে না ভারতীয় সেনার গতী। পুনরুদ্ধার হলো মোট ছটি নতুন অঞ্চল। এগুলি হল মগর হিল, গুরুং হিল, রেচেন লা, রেজাং লা, মোখপারি এবং ফিঙ্গার

রাফালে বাকি যুদ্ধবিমান গুলির থেকে কতোটা বেশি ওজনের যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম?

নিউজ ডেস্কঃ ভারতের রাফালেকে নিয়ে কম জল ঘোলা হয়নি। বিশেষ করে ভারতবর্ষের কিছু রাজনৈতিক দল এমনটাও জানিয়েছিলেন যে এই যুদ্ধবিমান ক্রয় করতে অনেক দুর্নীতি হয়েছে। আদৌ কি ব্যাপারটা সত্যি? অর্থাৎ রাফালের দাম কি সত্যি বেশি পড়েছে? যোগ্যতা অনুসারে রাফালের দাম কিরকম হতে পারে?বা ধরুন যদি জ্জিজ্ঞাসা করা হয় যে, বহন ক্ষমতার যোগ্যতা অনুসারে,পৃথিবীর সবচেয়ে সাশ্রয়ী যুদ্ধবিমান গুলোর মধ্যে অন্যতম কোনটি? তাহলে তার উত্তর হবে ডাসল্ট রাফালে! ডাসল্ট রাফালে এর ম্যাক্সিমান

ভারতবর্ষ আমেরিকার বিধ্বংসী এবং ভয়ংকর যুদ্ধবিমান কেন নিজেদের স্কোয়াড্রনে রাখার কথা ভাবছেনা?

নিউজ ডেস্কঃ এফ ৩৫। বর্তমানে এই যুদ্ধবিমান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ যুদ্ধবিমান। মিশরের মতো দেশ এই যুদ্ধবিমান রাখতে চলেছে, অপরদিকে আবার তুরস্ক এই যুদ্ধবিমান ক্রয় করতে চেয়েছিল, কিন্তু সবকিছু হয়েও শেষ পর্যন্ত এই চুক্তি সম্পূর্ণ হয়নি, কারন এই এস ৪০০ র কারনে। অর্থাৎ তুরস্ক রাশিয়ার থেকে এস ৪০০ ক্রয় করার ফলে আমেরিকা তাদেরকে এই যুদ্ধবিমান বিক্রি করতে রাজি হয়নি। প্রশ্ন হল ভারতবর্ষ কেন এই যুদ্ধবিমান ক্রয় করছেনা? বা কেন নিজেদের স্কোয়াড্রনে