October 29, 2020

তৃতীয় প্রজন্মের এই মিসাইল। সাত কিলোমিটার রেঞ্জ এর মধ্যে শত্রুর যেকোন আর্মর ভেহিকেল কে ধংস করে দিতে সক্ষম

নিউজ ডেস্কঃ দীর্ঘ ৬ মাস ধরে ভারতবরসের্ব ডিফেন্স সেক্টরে যেভাবে অগ্রগতি হচ্ছে তা সত্যি প্রশংসনীয়। শত্রুপক্ষকে কোনোরকম ভাবে যে আরও ছেড়ে কথা বলবে না সেনা তা কার্যত বুঝিয়ে দিয়েছে সেনাবাহিনী। নাগ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন হ‌ওয়ার সাথে সাথে একটি ভারতীয় সেনাবাহিনীর অংশ হতে সম্পূর্ণ প্রস্তুত। ভারতীয় সেনাবাহিনী খুব শীঘ্রই ৩০০ টি নাগ মিসাইল ও ২৫ টি ‘নাগ মিসাইল ক্যারিয়ার’ (NAMICA) অর্ডার করতে চলেছে। তৃতীয় প্রজন্মের এই নাগ

চীনকে জলপথে আটকাতে কোয়াড জোট ভারতের

নিউজ ডেস্কঃ চীনকে চাপে রাখতে একাধিক কৌশলের আশ্রয় নিচ্ছে ভারতবর্ষ। শুধু ভারত নয় ভারতের পাশাপাশি জাপান এবং আমেরিকাও রয়েছে। বিশেষ করে জলপথে চীনকে আটকাতে এই কাজ করছে সেনাবাহিনী। এবার অফিসিয়ালি কোয়াড জোট একসাথে মিলিটারি এক্সারসাইজ ও করবে। বঙ্গোপসাগর ও আরবসাগরে ভারত,আমেরিকা ও জাপানের নেভির মধ্যে হতে চলা মালাবার এক্সারসাইজে এবার অস্ট্রেলিয়া কে আমন্ত্রণ জানাল ভারত।

স্মার্ট মিসাইল টর্পেডো সিস্টেম। মোতায়েন করা হবে হাইপারসনিক গাইডেড ভেহিকেল। জানুন বিস্তারিত

নিউজ ডেস্কঃ চীন এবং পাকিস্তানকে চাপে রাখতে একাধিক কৌশলের আশ্রয় নিচ্ছে ভারতবর্ষ। শুধু ভারত নয় ভারতের পাশাপাশি জাপান এবং আমেরিকাও রয়েছে। চীন এবং পাকিস্তানের ভুমিতে যেকোনো সময় আক্রমণ করতে একাধিক মিসাইল তৈরি করেছে সেনাবাহিনী। এবং কিছু মাসের মধ্যে আরও কিছু বিধ্বংসী মিসাইল সেনাবাহিনীর হাতে আসবে। কে-১৫ অথবা শৌর্য হাইপারসনিক কোয়াজি ব্যলিস্টিক / হাইব্রিড ক্রুজ মিসাইলকে ফ্লেক্সিবেল প্ল্যর্টফর্ম হিসাবে গড়ে তুলতে চলেছে ডিআরডিও। ইতিমধ্যে শৌর্য আর কে-১৫ একই ডিজাইন বহন করে।

আর্মি এবং পুলিশের মধ্যে বিরাট দ্বন্দ্বের শুরু পাকিস্তানে। আহত প্রচুর

নিউজ ডেস্কঃ পাকিস্তানে যে অরাজকতা সৃষ্টি হতে চলেছে তা কিছুদিন আগেই স্পষ্ট হয়েছিল। একাধিক রাজনৈতিক দলগুলি যেভাবে ইমরান খানের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে তা নিয়ে বেশ চিন্তিত পাকিস্তান সরকার। তবে পাকিস্তানের যে এবার গৃহযুদ্ধ লাগতে চলেছে তা ও কিছুটা স্পষ্ট হয়েগেল। পাকিস্তানের করাচীতে আর্মি ও পুলিশের মধ্যে বিরাট দ্বন্দ্ব তৈরী হয়েছে। পাকিস্তানের সমস্ত বিরোধী দলগুলি সরকারের বিপক্ষে রাস্তায় নেমেছে।পাকিস্তানে গৃহযুদ্ধ শুরু হ‌ওয়ার সম্ভাবনা প্রবল এবং তার সাথে সাথে ইমরানের

বিধ্বংসী সাবমেরিন তৈরি করতে জমি ক্রয় করার পথে দেশীয় কোম্পানি

নিউজ ডেস্কঃ ভারতের হাতে যে একের পর এক বিধ্বংসী যুদ্ধাস্ত্র আসতে চলেছে তা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। তবে দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসের উপর বিশেষ নজর দিচ্ছে সেনাবাহিনী। আর সেই কারনে দেশেরই যুদ্ধাস্ত্র তৈরি করার নজর দিচ্ছে। মাজাগাঁও ডক লিমিটেড নিজের শিপ বিল্ডিং কেপেবিলিটি বৃদ্ধি করার জন্য ১২একর জমি ক্রয় করতে চাইছে। তাদের ওপর জাহাজ নির্মাণের চাপ বৃদ্ধি পাচ্ছে। তাই তাদের সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। এটি পেলে তারা দুটি বৃহৎ ডেস্ট্রয়ারকে একত্রে