নিউজ ডেস্কঃ ভারতবর্ষ কিছুদিন আগেই মায়ানমারকে সাবমেরিন গিফট করেছে। তবে এই সাবমেরিনকে যে যথেষ্ট আধুনিক এবং ভালোভাবে মডিফাই করা হয়েছে তা ও জানানো হয়েছে।
মায়ানমারের কিলো ক্লাসের সাবমরিন যা ভারতের ফ্লিট থেকে তারা আপগ্রেড করে ফ্লিটে যোগ দিয়েছে। কিন্তু সাবমেরিনের মধ্যে ভারতের স্টেট অফ আর্ট USHUSH-2 সোনারের সিস্টেম কম্পিউটার আছে। USHUSH-2 ভারতের খুব গুরূত্বপূর্ণ সিস্টেম আর হাইলি এফেক্টিভ। আগেও ভারত এটি মায়নমারের ফ্রিগেটে ইনস্টল করিয়েছে। এই একই সোনার ভারতের অন্যান্য কিলো ক্লাস সাবমেরিন আর আরিহান্ত ক্লাসে ভারত ব্যবহার করে। থাকে। উল্লেখ্য চীন, বাংলাদেশকে যে সাবমেরিন দিয়েছিল সেই ক্লাসের সাবমেরিন ধ্বংস হয় জলের মধ্যেই এবং ৭২ জন নৌসেনা মারা যায় চীনের। মায়ানমারের সবথেকে বড় শত্রু বাংলাদেশ।