নিউজ ডেস্কঃ ভারতবর্ষ যে দেশীয় প্রযুক্তিতে জোর দিচ্ছে তা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। আর সেই কারনে যুদ্ধবিমান থেকে শুরু করে সাবমেরিন এবং ড্রোন সব দেশীয় প্রযুক্তিতে তৈরি করার চেষ্টা করেছে।
ভারতের পরবর্তী প্রজন্মের আর্মড ড্রোন “ঘাতক” তৈরি হবার আগে তিনটি ফেজে মোট ১২ টি প্রোটটাইপ তৈরি করা হবে।
ফেজ ১ :- এ একটি প্রোটটাইপ এয়ারফ্রেম তৈরি করা হবে ক্যপেবিলিটি ভেরিফিকেশন এর জন্য।
ফেজ ২ :- ৬ টি ফ্লাইং ক্যাপেবল এয়ারক্রাফট যাতে সমস্ত ইলেকট্রনিক সিস্টেম ইন্ট্রিগেট থাকবে + ২ টি এয়ারফ্রেম টেস্টিং এর জন্য।
ফেজ ৩ :- ৩ টি ফ্লাইট ক্যপেবল এয়ারক্রাফট + ২ টি এয়ারফ্রেমের পার্টস
এতসব করা হবে ২০২২-২৩ এর মধ্যেই। সমস্ত মেটালিক ও কম্পোসিট পার্টস সহ এর ওজন হবে ৩ টনের মত যা ফ্রান্সের নিউরোন ড্রোনের সমান। ঘাতক এর টেকনোলজি ডেমোনস্ট্রেটর মডেল SWIFT ( Stealth Wing Flying Testbed ) এর টেস্টিং এবছরের শেষেই হবার কথা।