October 25, 2020

দেশীয় প্রযুক্তিতে তৈরি ঘাতক ড্রোন তৈরি হবে ভারতবর্ষেই

নিউজ ডেস্কঃ  ভারতবর্ষ যে দেশীয় প্রযুক্তিতে জোর দিচ্ছে তা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। আর সেই কারনে যুদ্ধবিমান থেকে শুরু করে সাবমেরিন এবং ড্রোন সব দেশীয় প্রযুক্তিতে তৈরি করার চেষ্টা করেছে। ভারতের পরবর্তী প্রজন্মের আর্মড ড্রোন “ঘাতক” তৈরি হবার আগে তিনটি ফেজে মোট ১২ টি প্রোটটাইপ তৈরি করা হবে। ফেজ ১ :- এ একটি প্রোটটাইপ এয়ারফ্রেম তৈরি করা হবে ক্যপেবিলিটি ভেরিফিকেশন এর জন্য। ফেজ ২ :- ৬ টি ফ্লাইং ক্যাপেবল এয়ারক্রাফট যাতে

বিধ্বংসী ৬ টি ড্রোন আসতে চলেছে সেনাবাহিনীর হাতে

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে যে একাধিক ড্রোন আসতে চলেছে তা অনেক আগেই প্রকাশ্যে এসেছিল। আমেরিকা থেকে একাধিক যুদ্ধাস্ত্র ক্রয় করতে চলেছে সেকথাও সকলেরই জানা তবে আমেরিকার থেকে ড্রোন হাতে পাওয়ার পর যে ভারতের শক্তি বেশ কিছুটা বৃদ্ধি পাবে তা বলাই বাহুল্য। LAC তে ভারত-চীন ঝামেলার মধ্যেই ভারত এমারজেন্সি ভিত্তিতে ৬ টি MQ-9 ক্রয় করতে আমেরিকার কাছে দাবি করেছে। ৬ টি ড্রোনের দাম ৬০০ মিলিয়ন ডলার, প্রতিটি ড্রোনের দাম ১০০ মিলিয়ন