নিউজ ডেস্কঃ সেনাবাহিনীর হাতে একের পর এক বিধ্বংসী অস্ত্র আসছে। পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি জিনিসের চাহিদা এবং মান দুটোই বেড়ে চলেছে। যুদ্ধবিমান থেকে শুরু করে সাবমেরিন। একের পর এক যুদ্ধাস্ত্র তৈরি হচ্ছে দেশীয় প্রযুক্তিতে।
এবার অত্যাধুনিক হেলমেট তৈরি পথে জাপানের একটি কোম্পানি। জাপান বেসড একটি কোম্পানি Devtac সম্প্রতি ভবিষ্যতের সেনাবাহিনীর জন্য ব্যলেস্টিক হেলমেট তৈরি করেছে। ৭ মি.মি. পুরু কেভলার প্লেটে তৈরি এই হেলমেট টি ৫.৪৫ মি.মি বুলেট থেকে সুরক্ষা দেয়। এর ভেতরে দুটি মাইক্রোকুলার রয়েছে, একজন সৈনিক একটানা ৩০ ঘন্টা এটা পড়ে থাকতে পারে।