October 22, 2020

কংগ্রেস কারনে সেনাবাহিনীর এই দরকারি ল্যান্ডিং গ্রাউন্ড দীর্ঘদিন একটিভ ছিলনা, পরতে হয়েছিল বিরাট সমস্যায়

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের সেনাদের কতোটা ত্যাগ এবং জেদ থাকে তা হয়ত ইতিহাস ঘাটলে ভালো করে জানা যাবে। ভারতবর্ষের রাজনীতিবিদদের কারনে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়। আর সেই কারনে একাধিক সময় দেশ এবং বিদেশের শত্রুরা হাত মিলিয়ে দেশের ক্ষতি করেছে একাধিক সময়ে। সালটা ১৯৬২। ভারত চীন যুদ্ধ চলছে। চীনের আক্রমণ বাড়ছে। আর ভারতীয় সেনা বিমানবাহিনীর আক্রমণ চীনের বিরুদ্ধে শুরু হবে এই আশায় যথা সম্ভব প্রত্যুত্তর দিচ্ছে। এই সময় বিমানবাহিনীর জন্য দৌলত

ভারতের হাতে থাকা রাফালে কি চীনের পঞ্চম প্রজন্মের বিমানকে ধ্বংস করতে সক্ষম?

নিউজ ডেস্কঃ রাফালে আসার পর ভারতীয় বায়ুসেনার ক্ষমতা বেড়েছে তা বলাই বাহুল্য। বিশেষ করে চীনের পঞ্চম প্রজন্মের বিমানকে যে ভারতবর্ষ খুব সহজেই টেক্কা দেবে তা বলাই বাহুল্য। পাশাপাশি চীনের এয়ার ডিফেন্সের জন্য এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে ভারতের রাফালে। “রাফাল একটি দুর্দান্ত সিড ডিড প্ল্যর্টফর্ম। যার কাজ চীনের এয়ার ডিফেন্সকে ধ্বংস করা। ভারত একবার এই এয়ার ডিফেন্স গুলিকে ধ্বংস করতে পারলে হোতান, গোন্গার ও লাশান এয়ারবেসের যুদ্ধবিমান গুলি কোনো নিরাপত্তা ছাড়াই