October 18, 2020

কোন বিমানের উপর বসানো হতে পারে এই বিশেষ টেকনোলোজি? কি পেতে চলেছে ভারতের সেনাবাহিনী?

নিউজ ডেস্কঃ ভারতের বিমানবাহিনীর হাতে যে আসতে আসেতে আওাক্সের সংখ্যা কমছে তা অনেক আগেই বলা হয়েছিল। এই আওাক্সের জন্যই বেশ কিছু সময় পাকিস্তানের থেকে পিছিয়ে পরতে হয়েছে ভারতীয় বায়ুসেনাকে। তবে এই অত্যাধুনিক টেকনোলোজি খুব শীঘ্রই ভারতের হাতে আসতে চলেছে। কারন আধুনিক যুদ্ধে এর গুরুত্ব অপরিসীম। ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে নেত্রা এ্যওয়াক্সের গুরূত্ব এখনও দেশের কাছে কমেনি। ভারতীয় বিমানবাহিনী অতিরিক্ত ৫টি নেত্রা এ্যওয়াক্স ফ্লিটে যোগ করাতে চাইছে। একটি ভার্চুয়াল মিটিং এ বিমানবাহিনীর

শত্রুর শক্তিশালী বাঙ্কার এবং স্থাপনা কিছুই সুরক্ষিত থাকবেনা। কি এমন বিশেষ বম্ব ব্যবহার করে রাফালে?

নিউজ ডেস্কঃ ভারতের বায়ুসেনার হাতে একাধিক অত্যাধুনিক বম্ব রাখা আছে যুদ্ধবিমান গুলির জন্য। পাশাপাশি ভারতের হাতে রাফালের আসার পর বিশেষ কিছু বম্ব অর্ডার করা হয় যুদ্ধবিমান গুলির জন্য। AASM Hammer এবং Spice-2000 ভারতীয় বায়ুসেনার সবচেয়ে শক্তিশালী গাইডেড পেনিট্রেশন বম্ব। এগুলো দিয়ে মূলত শত্রুর শক্তিশালী বাঙ্কার এবং স্থাপনাকে ধংস করে নিখুত ভাবে। এই দুই ধরনের অস্ত্রের মূল বৈশিষ্ট্য হল–এগুলি দিয়ে স্ট্রাইক চালানোর স্থানটিকেই সম্পূর্ণ ভাবে নষ্ট করা হয়,তার আশেপাশের অঞ্চলের কোন

চীনের পঞ্চম প্রজন্মের বিমান ও রাফালের কাচ্ছে টেক্কা পাবেনা। কিন্তু কেন?

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে থাকা রাফালে যে চীনের পঞ্চম প্রজন্মের বিমানের থেকে যথেষ্ট এগিয়ে তা একাধিকবার পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। তবুও অনেকেরই মনে প্রশ্ন জাগে সত্যি কি রাফালে চীনের যে ২০ কে টক্কর দিতে পারবে? জে-২০ বনাম রাফাল নিয়ে প্রাক্তন বিমানবাহিনীর প্রধান বিরেন্দর সিং ধানোয়া জানান। রাফাল ভারতের মাটি স্পর্শ করার পরই জে-২০ এর থেকে রাফালের সক্ষমতাকে যথেষ্ট এগিয়ে রাফালকে গেম চেঞ্জার আক্ষা দিয়েছিলেন প্রাক্তন বিমানবাহিনীর প্রধান। এরপরই চীনের

ইতিহাস বিকৃত হয়েছে। এই হিন্দুবীর তাঁর যুদ্ধের সবকটিতেই জয় পেয়েছিলেন

নিউজ ডেস্কঃ ইতিহাস যে বিকৃত করা হয়েছে তা একাধিকবার প্রমান হয়েছে। বিশেষ করে ইতিহাস বইয়ের পাঠ্য নিয়ে একাধিক সময় আলোচনা হয়েছে। বর্তমান ইতিহাসের পাঠ্য বইয়ে হিন্দু বীরেদের কাহিনী আশানুরূপ মর্যাদা পায় নি তা একাধিক সমীক্ষায় উঠে এসেছে। কিন্তু যদি ভারতবর্ষের সুপ্রাচীন ইতিহাসের দিকে ফিরে তাকানো যায় এত হিন্দু মহারথী দের কাহিনী পাবেন যাদের বীরত্ব সত্যি প্রশংসনীয়। কিন্তু বর্তমান প্রজন্মের কত জনই বা জানেন এদের কাহিনী! ভারতের কিংবদন্তী সম্রাট মহারাজ মারাঠা

ভবিষ্যতের এই অত্যাধুনিক বিমানের গুরুত্ব প্রচুর। যা সেনাবাহিনীর হাতে সেভাবে নেই

নিউজ ডেস্কঃ এ্যওয়াক্স। ভারতের সেনাবাহিনীর হাতে এই টেকনোলোজি প্রচুর পরিমাণে কম থাকায় একাধিক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বায়ুসেনাকে। ভারতের হাতে আজ প্রচুর পরিমাণে এই আও্যাক্স থাকার কথা। এই টেকনোলোজি থাকলে একাধিক সুবিধ পাওয়া যায়। কি কি সুবিধা পাবে এই টেকনোলোজি সেনাবাহিনীর হাতে থাকলে? সেনার কাছে ১০০টা যুদ্ধবিমান আছে। কোনো ফাইটার বর্তমান যুগে অত্যন্ত গুরূত্বপূর্ণ রেডার AESA নেই। কিন্তু আপনার ৪টে এ্যওয়াক্স আছে। আপনি মিশনে যাচ্ছেন যেখানে আপনার শত্রুপক্ষের ১০০টা ফাইটারের