কোন বিমানের উপর বসানো হতে পারে এই বিশেষ টেকনোলোজি? কি পেতে চলেছে ভারতের সেনাবাহিনী?
নিউজ ডেস্কঃ ভারতের বিমানবাহিনীর হাতে যে আসতে আসেতে আওাক্সের সংখ্যা কমছে তা অনেক আগেই বলা হয়েছিল। এই আওাক্সের জন্যই বেশ কিছু সময় পাকিস্তানের থেকে পিছিয়ে পরতে হয়েছে ভারতীয় বায়ুসেনাকে। তবে এই অত্যাধুনিক টেকনোলোজি খুব শীঘ্রই ভারতের হাতে আসতে চলেছে। কারন আধুনিক যুদ্ধে এর গুরুত্ব অপরিসীম। ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে নেত্রা এ্যওয়াক্সের গুরূত্ব এখনও দেশের কাছে কমেনি। ভারতীয় বিমানবাহিনী অতিরিক্ত ৫টি নেত্রা এ্যওয়াক্স ফ্লিটে যোগ করাতে চাইছে। একটি ভার্চুয়াল মিটিং এ বিমানবাহিনীর