October 16, 2020

এই দশকের শেষে ভারতবর্ষের হাতে ৪০০ র উপর বিধ্বংসী দেশীয় যুদ্ধবিমান থাকবে!

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে যে আসতে আসতে প্রচুর পরিমাণে দেশীয় প্রযুক্তির জিনিস আসতে চলেছে তা ইতিমধ্যেই জানানো হয়েছে। বিশেষ করে মেক ইন ইন্ডিয়া প্রোজেক্টের সফলতা যে সুদূর প্রসারি তা বলাই বাহুল্য। বিশেষ করে এই দশক থেকে ভারতের বায়ুসেনার যে দাদাগিরি যে বাড়তে চলেছে তা একাধিক সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন। জোরকদমে এগিয়ে চলেছে তেজাস মার্ক-২ (MWF) এর জন্য পরবর্তী প্রজন্মের টেকনোলজির ওপর কাজ। ADA ডিরেক্টর ড: গিরিশ দেওধর জানিয়েছেন,এই প্রজেক্ট কে ভারতীয়

ভারতবর্ষের প্রতিরক্ষা ক্ষেত্রে মিসাইল সিস্টেমের ব্যপক উন্নয়নের সম্মুখীন হচ্ছে

নিউজ ডেস্কঃ ভারত-চীন সীমান্তে উত্তেজনার পর থেকে ভারতের ডিফেন্সের ক্ষেত্রে উন্নতি হচ্ছে তা চোখে পরার মতো। আর সেই কারনে একাধিক মিসাইল থেকে শুরু করে যুদ্ধবিমান, সাবসনিক মিসাইলের যেভাবে উন্নতি হচ্ছে তা সত্যি প্রশংসনীয়। শৌর্য হাইপারসনিক মিসাইল অপরেশেনাল করলো কেন্দ্র সরকার। আত্মনির্ভরতায় জোড় দিতে ভারতসরকার এবার শৌর্য হাইপারসনিক মিসাইল সম্পর্ন রূপে স্ট্রেটেজিক ফোর্স কম্যান্ডের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ভারতের শর্ট মিডিয়াম রেঞ্জ নিউক্লীয়ার স্ট্রাইকের ক্ষেত্রে ব্যপক আপগ্রেডেড ভেহিকেল

অত্যাধুনিক মিসাইলের কারনে ভারত পাকিস্তানের বিরুদ্ধে করাচীতে স্ট্রাইক করা এবং পাকিস্তানের নেভাল ওয়ারশিপ/সবমেরিন টার্গেট করতে সক্ষম হবে

নিউজ ডেস্কঃ ভৌগলিক অবস্থান এবং অত্যাধুনিক মিসাইলের কারনের জন্য ভারত যে পাকিস্তানের বিরুদ্ধে বেশি সুবিধা পাবে তা একাধিক রিপোর্টে প্রকাশ পেয়েছে। কিন্তু ভারতের হাতে আসতে আসতে অত্যাধুনিক অস্ত্র আসার ফলে পাকিস্তানের বেশিরভাগ গুরুত্বপূর্ণ অঞ্চল গুলি যে রেঞ্জের মধ্যে চলে আসবে তা বলাই বাহুল্য। ভারত আর পাকিস্তানের ভৌগলিক অবস্থান দেখুন। কখনও ভেবে দেখেছেন পাকিস্তান নৌবাহিনী কতটা অসহায়। পাকিস্তানের পুরো উপকূল ভারতের ল্যন্ড বেসড্ মিসাইল সিস্টেম ব্রাহ্মোস ইআর এবং ডিআরডিও স্মার্ট মিসাইলের

অত্যাধুনিক সুইসাইড ড্রোন এবার তৈরি হবে ভারতেই

নিউজ ডেস্কঃ ড্রোন। আধুনিক যুদ্ধে যে এর মারাত্মক প্রভাব পরতে চলেছে তা বলাই বাহুল্য। আরি সেই কারনে একাধিক বিভিন্ন আধুনিক মানের ড্রোন তৈরি করার প্রস্তুতি নিচ্ছে একাধিক দেশ গুলি। তবে ইসরায়েল যে এসব দিকে সকলের থেকে আলাদা তা বলাই বাহুল্য। আর সেই কারনে তারা সুইসাইড ড্রোন তৈরি করার চেষ্টা করছে। ইসরাইলি UVision Air & Milrem Robotics আনম্যনড গ্রাউন্ড ভ্যইকল মাউন্টেড লয়টারিং মিউনেশন মাল্টি ক্যনিস্টার লন্চার তৈরি করেছে। লয়টারিং মিউনেশন বলতে

২০২৮ সাল থেকেই অত্যাধুনিক মানের পঞ্চম প্রজন্মের বিমানের

নিউজ ডেস্কঃ ভারতবর্ষ যে দেশীয় প্রযুক্তিতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করছে তা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। তবে ভারতবর্ষের হাতে যেসময় পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করবে সেই সময় পৃথিবীর বেশ কিছু দেশ ষষ্ঠ প্রজন্মের বিমানের পরীক্ষা সেরে ফেলবে। আর সেই কারনে ভারতবর্ষ তাদের পঞ্চম প্রজন্মের বিমানকে এগিয়ে নিয়ে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের বিমান তৈরির কথা চিন্তা করেছে। শুধু তাই নয় এই দেশীয় যুদ্ধবিমানের ইঞ্জিন বিদেশ থেকে আসার কথা থাকলেও তা দেশেই তৈরি করার