এই দশকের শেষে ভারতবর্ষের হাতে ৪০০ র উপর বিধ্বংসী দেশীয় যুদ্ধবিমান থাকবে!
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে যে আসতে আসতে প্রচুর পরিমাণে দেশীয় প্রযুক্তির জিনিস আসতে চলেছে তা ইতিমধ্যেই জানানো হয়েছে। বিশেষ করে মেক ইন ইন্ডিয়া প্রোজেক্টের সফলতা যে সুদূর প্রসারি তা বলাই বাহুল্য। বিশেষ করে এই দশক থেকে ভারতের বায়ুসেনার যে দাদাগিরি যে বাড়তে চলেছে তা একাধিক সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন। জোরকদমে এগিয়ে চলেছে তেজাস মার্ক-২ (MWF) এর জন্য পরবর্তী প্রজন্মের টেকনোলজির ওপর কাজ। ADA ডিরেক্টর ড: গিরিশ দেওধর জানিয়েছেন,এই প্রজেক্ট কে ভারতীয়