October 12, 2020

রাফাল নাকি দেশীয় যুদ্ধবিমান? সিদ্ধান্ত হবে ডিসেম্বরে

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে যে যুদ্ধবিমানের সংখ্যা কম তা অনেক দিন আগে থাকতেই বায়ুসেনা জানিয়ে এসেছে। রাফালের আসার পর প্রচুর যুদ্ধবিমানের সংখ্যা কম থাকবে। আর সেই কারনে বিমান বহরের সংখ্যা বাড়াতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার। কিছু দিনের মধ্যে ভারতের বেশ কিছু চুক্তি সম্পন্ন হবে । পাশাপাশি বিমানবাহিনীর প্রোজেক্ট গুলির ব্যাপারে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।  ৮৩টি তেজস মার্ক-১এ চুক্তি ডিসেম্ব্যারেই সই হবে। বিমানবাহিনী যে ফাইটারের সংগ্রহের প্রোজেক্ট গুলিকে অগ্রাধিকার দিচ্ছে

সুপার-সনিক এয়ার লঞ্চড ব্রহ্মস মিসাইল চীনের বিরুদ্ধে মোতায়েন

নিউজ ডেস্কঃ লাদাখ সীমান্তে কোনোরকম সিদ্ধান্ত নিতে ভারতীয় সেনা যে পিছুপা হবেনা তা বলাই বাহুল্য। আর তা ইতিমধ্যে চীনকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে লাদাখ সীমান্তে একাধিক ভারী অস্ত্র থেকে শুরু করে যুদ্ধবিমান মোতায়েন কড়া হয়েছে। লংরেঞ্জ সাব-সনিক ক্রুজ মিসাইল নির্ভয়ের পর এবার লাদাখে সুপার-সনিক এয়ার লঞ্চড ব্রহ্মস মিসাইল মোতায়েন করল ভারতীয় বায়ুসেনা। এক সংবাদ সংস্থার মতে ভারতীয় বায়ুসেনা তাদের SU-30MKI এর সাথে ‘যথেষ্ট পরিমাণে’ ৫০০ কিলোমিটার রেঞ্জের ব্রহ্মস-এ মিসাইল লাদাখে

মিসাইল, যুদ্ধবিমান সহ সীমান্তে ভারী অস্ত্র মোতায়েন

নিউজ ডেস্কঃ চীনের বিরুদ্ধে কোনও সিদ্ধান্ত নিতে যে ভারতবর্ষ পিছুপা হবেনা তা ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে ভারতীয় সেনা। আর সেই কারনে সীমান্তে ইতিমধ্যে ভারী অস্ত্র সম্ভার থেকে শুরু করে মিসাইল, যুদ্ধবিমান মোতায়েন করে রেখেছে। চীনের বিরুদ্ধে ভারত দেশীয় প্রযুক্তিতে তৈরি লং রেঞ্জ সাবসনিক ক্রুজ মিসাইল নির্ভয় মোতায়েন করেছে। ভারতীয় অস্ত্রের এত দ্রুত কাজ খুব কম দেখা গেছে। প্রথমে অস্ত্র বিভিআর এর অর্ডার তারপর গরুদা প্রেসেশিয়ান গাইডেড বোম্ব এর ইন্ডাক্সান তারপর

কুমারি পুজায় কন্যাদের নির্বাচন কিভাবে করা হয়ে থাকে?

দুর্গা পূজায় অষ্টমী দিন কুমারি পূজা করা হয়।এই পূজাটি দুর্গাপূজার অঙ্গরূপে  অনুষ্ঠিত হয়।এই পূজায় কন্যাকে  কুমারীদের হিসাবে পূজা করা হয়।তবে এই নির্বাচন করার জন্য কিছু নিয়ম আছে সেটি হল যেমন- ‘ নবকুমার ভট্টাচার্য তার ‘দুর্গাপূজার জোগাড়’ গ্রন্থে এ বিষয়ে লিখেছেন- তন্ত্র অনুসারে ১ থেকে ১৬ বছর বয়স পর্যন্ত কুমারীকে পূজার কথা বলা হয়েছে। সেখানে বয়স অনুসারে কুমারীর নামকরণও করা হয়েছে। আবার শাস্ত্র অনুসারে দশম বর্ষীয়া কন্যাকেই কুমারী পূজা করা উচিত বলে

মা দুর্গার আরেক রুপ কি কলা বৌ?

নিউজ ডেস্কঃ দুর্গা পূজা বাঙালিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি পূজা কারন এটি হল বাঙালিদের জাতীয় উৎসব।মা দুর্গাকে আমরা মহিষাসুর মর্দিনীও বলি।এছাড়াও মা দুর্গা একাধিক নাম আছে এবং একাধিক নামের সাথে একাধিক রূপ আছে যা আমরা প্রায় সবাই জানি।কিন্তু দেবী দুর্গার এই একাধিক রূপে মধ্যে এমন একটি রূপ আছে যার কথা বলতে গেলে অনেকেই জানেন না।তাহলে জেনে নিন দেবী দুর্গা এই অজানা রুপের কথা। দেবী দুর্গার একাধিক রুপের মধ্যে একটি অন্যতম

আশ্বিন মাস নয়। দেবী দুর্গার পূজা করা সঠিক সময় কোন মাস?

নিউজ ডেস্কঃ আশ্বিন মাস আসলেই মনে হয় দেবী দুর্গার আগমনের সময় চলে আসেছে।কারন আশ্বিন মাসেই হয় দেবী দুর্গার পূজা।তাই আমরা জানি যে এই মাসটি দেবী দুর্গার পূজা করার আসল সময়।কিন্তু সেটি আদতে নয়।এই মাসটিতে দেবী দুর্গা পূজা করার আসল সময় নয় বলে জানা যায় পুরান থেকে।কিন্তু কেন আশ্বিন মাসটি দেবী দুর্গা পূজা করার সময় নয় সেটা জেনে নিন। রামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য বানরসেনা-সহ উপস্থিত হন রাবনে লঙ্কায় এবং রাম