রাফাল নাকি দেশীয় যুদ্ধবিমান? সিদ্ধান্ত হবে ডিসেম্বরে
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে যে যুদ্ধবিমানের সংখ্যা কম তা অনেক দিন আগে থাকতেই বায়ুসেনা জানিয়ে এসেছে। রাফালের আসার পর প্রচুর যুদ্ধবিমানের সংখ্যা কম থাকবে। আর সেই কারনে বিমান বহরের সংখ্যা বাড়াতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার। কিছু দিনের মধ্যে ভারতের বেশ কিছু চুক্তি সম্পন্ন হবে । পাশাপাশি বিমানবাহিনীর প্রোজেক্ট গুলির ব্যাপারে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ৮৩টি তেজস মার্ক-১এ চুক্তি ডিসেম্ব্যারেই সই হবে। বিমানবাহিনী যে ফাইটারের সংগ্রহের প্রোজেক্ট গুলিকে অগ্রাধিকার দিচ্ছে