বিদেশ নয়, দেশীয় প্রযুক্তির অস্ত্র ই কাঁত করতে সক্ষম চীনকে
নিউজ ডেস্কঃ কিছু অস্ত্র আছে যা ছাড়া যুদ্ধক্ষেত্রে যাওয়া বোকামি ছাড়া আর কিছু নয়। ঠিক তেমনই হল ATGM। ATGM বা অ্যন্টি ট্যাংক গাইডেড মিসাইল যুদ্ধক্ষেত্রে এক বিরাট ভূমিকা পালন করে। এটি বিভিন্ন ধরনের হয়ে থাকে, দেশি এবং বিদেশী দুই ধরনের ই রয়েছে সেনাবাহিনীর হাতে। হেলিনাঃ হেলিনা ও স্যন্ট মূলত DRDO এর তৈরি নাগ ATGM এর এয়ার লঞ্চড ভার্সন। এটি একটি তৃতীয় প্রজন্মের ATGM. এর রেঞ্জ মূলত ৭-৮ কিমি, এর ব্যবহার