প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নিজের মনের মানুষটির সাথে নিরিবিলি সময় কাটাতে চাইলে লেকের বিকল্প হয় নাকি? লেকের গাঢ় নীল রঙের দিকে তাকালেই তা মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু এবার ভাবুন তো যদি আপনার চোখের সামনে দেখতে পান এমন এক লেক যার জলের রং গাঢ় গোলাপী। ঠিক স্বপ্নের মত শোনাল তাই না?তবে এটা কিন্তু শুধু স্বপ্নই নয়,বাস্তবে আছে ঠিক এমনই এক লেক।
এ লেক ওয়েস্টান অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূলে অবস্থিত আর আশ্চর্য ব্যপার হল এই লেকের জল গোলাপী রঙের। আর এ কারনেই এই লেক হয়ে উঠেছে জনপ্রিয়।অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে অবস্থিত এই গোলাপি রঙের লেক যার অপর নাম লেক হিলিয়ার। এই লেক হিলিয়ার নামের পেছনে রয়েছে এক অদ্ভুত রহস্য। মনে করা হয় যে এই লেকের জলের সংস্পর্শে এলেই মন ও শরীরের সমস্ত অসুখ ও ব্যথার উপশম ঘটে।
লেকটি প্রায় ৬০০ মিটার লম্বা, ২৫০ মিটার চওড়া।ইউক্যালিপটাস এবং পেপারব্যাক গাছের ঘন জঙ্গলের সর্ববৃহৎ ভূখণ্ডে অবস্থিত এই লবণাক্ত লেক হিলিয়ার। ১৮০২ সালে ক্যাপ্টেন ম্যাথু ফ্লিন্ডার্স নামের একজন নৌবাহিনীর কর্মী এবং চিত্রশিল্পী হিলিয়ার লেকের প্রথম আবিষ্কার করেন।
বহু বছর ধরেই এই লেকের জল গোলাপি রঙের। কীভাবে এই লেকের জলের রং গোলাপি হল তা নিয়ে নানা মতবাদ ও রহস্য রয়েছে। তবে বিজ্ঞানীদের মতে হ্যালোব্যাকটেরিয়া ও এক ধরনের অ্যালগির কারণেই এই লেকের জলের রং গোলাপি। সঙ্গে এলাকায় লবণাক্ত পরিবেশের প্রকোপ। ডেড সি-তেও এই ধরনের অ্যালগি দেখা যায়। কিন্ত এই লেকের জলের রঙ একেবারে পারমানেন্ট। কোন রিফলেকশনের কারণে কিন্তু একে গোলাপী দেখায় না।এই লেকের জল দেখতে অনেকটা স্ট্রবেরি জুস এর মত। প্রতিবছর প্রচুর পর্যটক এখানে ঘুরতে যান এবং লেকের জলে স্যুইমিং করেন।বিজ্ঞানীদের ধারণা আগামী দিনে লেকের জলের গোলাপি রং আরও ঘন হতে পারে।