October 5, 2020

৪০ বছর আগেই ট্রেনিং নেওয়ার জন্য অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরি করে ফেলছিল ভারতবর্ষ

নিউজ ডেস্কঃ ভারত যে সামরিক দিক থেকে যথেষ্ট উন্নত এবং এগিয়েছিল তা একাধিকবার প্রমান পাওয়া গেছে। স্বাধীনতার পর যথেষ্ট অগ্রগতি হয়েছিল ভারতের সামরিক ক্ষেত্রের। প্রায় ৪ দশক(৩৮ বছর) আগে ২০ সেপ্টেম্বর ভারতের তৈরি প্রথম জেট ট্রেনার অজিতের ডুয়েল সিট ভ্যরিয়েন্টের প্রথম প্রোটোটাইপের প্রথম সফল টেস্ট ফ্লাইট সম্পন্ন হয়। যদিও বিমানটি ন্যট ফাইটারের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। তবে হ্যল এর অনেক পরিবর্তন করেছিল। হ্যাঁ অবশ্যই এটাকে নতুন ফাইটারই বলা

ভারতবর্ষের দেশীয় টেকনোলোজিতে তৈরি প্রথম যুদ্ধবিমান কবে এসেছিল সেনাবাহিনীর হাতে? কতোটাই বা বিদ্ধংসি ছিল এই যুদ্ধবিমান?

নিউজ ডেস্কঃ এশিয়ার প্রথম দেশ হিসাবে যুদ্ধবিমান তৈরি করেছিল ভারতবর্ষ। দেশ স্বাধীনের পর যে একাধিক প্রয়াস নেওয়া হয়েছিল তা বলাই বাহুল্য এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশের ডিফেন্স নিয়ে যে ভাবতেন তা রীতিমতো স্পষ্ট ছিল। কতোটা বিধ্বংসী ভা ভয়ংকর ছিল এই যুদ্ধবিমানের? বা শত্রুপক্ষের ভীত যে যেকোনো সময় নড়াতে পারত এই যুদ্ধবিমান তা প্রমাণও রয়েছে। কতোটা বিধ্বংসী ছিল এই যুদ্ধবিমান? একঝলকে দেখেনিন প্রথম দেশীয় ফাইটার মরুৎ এর দশটি অসাধারণ ক্ষমতা ১/

সংযুক্ত আরব আমিরশাহীর সাথে চুক্তি বাতিল। বিধ্বংসী বন্দুক এবার তৈরি হবে ভারতেই

নিউজ ডেস্কঃ ইতিমধ্যে আত্মনির্ভর ভারতের ডাক দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই কারন প্রচুর জিনিস বিদেশ থেকে না ক্রয় করে ভারতের তৈরির কথা জানিয়েছেন। আর সেই কারন এবার ভারতের ডিফেন্সেও সেই ছাপ দেখা গেল। ভারতবর্ষ ইতিমধ্যে প্রায় বেশ কিছু চুক্তি বাতিল করেছে বিদেশের অনেক কোম্পানির সাথে। ভারতীয় আর্মি সংযুক্ত আরব আমিরশাহীর কোম্পানি CARACAL এর CAR-816 কার্বাইন চুক্তি বাতিল করতে চলেছে। বিদেশ থেকে সরাসরি ক্রয় করার বদলে,আর্মি ‘আত্মনির্ভর ভারত’ এর প্রচারে