নিউজ ডেস্কঃ কাশ্মীর থেকে ৩৭০ ধারার বিলোপ হওয়ার পর যে কাশ্মীরে একাধিক সাফল্য মিলেছে তা বলাই বাহুল্য। বিশেষ করে জঙ্গিদের কার্যকলাপের উপর বিশেষ নজর রেখেই তবে তা করা হয়েছে। এবং এই জন্য বিশেষ কিছু ব্যবস্থাও নেওয়া হয়েছিল।
সুত্র মারফৎ জানা গিয়েছে যে চলতি বছর অর্থাৎ ২০২০তে ১৭৭জন সন্ত্রাসবাদীকে ৭২টি এ্যন্টি টেরোরিস্ট অপরেশেনে খতম করা হয়েছে।