October 4, 2020

চীনের বিরুদ্ধে আরও তীব্র হল সেনা। এবার আরও তাড়াতাড়ি বর্ডারে পৌঁছাবে ভারতীয় সেনা

নিউজ ডেস্কঃ ভারত-চীন সীমান্তে ভারতবর্ষের একটি বড় সমস্যা হল সেখানকার রাস্তা। আর সেই কারনে বর্ডারের সমস্ত রাস্তা ঠিক করতে একাধিক প্রোজেক্ট সম্পন্ন হয়েছে। কারন চীনের বিরুদ্ধে লড়তে সীমান্তে লজিস্টিক সাপোর্ট দ্রুত দেওয়াটা খুব জরুরী। আর সেই কারনে রাস্তা খুব জরুরী। কারন সেনাদের দ্রুত খাওয়ার থেকে শুরু করে অস্ত্র সহ সমস্ত কিছু সঠিক সময়মত পৌঁছানো খুব দরকার। আগে লাদাখ পৌছানোর দুটো পথ ছিল। একটি জোজিলা (শ্রীনগর লে হাইওয়ে) অপরটি রোটাংপাস (মানালি

সেনার বিরাট সাফল্য। কতজন সন্ত্রাসবাদীদের ক্ষতম করেছে ভারতীয় সেনা জানেন?

নিউজ ডেস্কঃ কাশ্মীর থেকে ৩৭০ ধারার বিলোপ হওয়ার পর যে কাশ্মীরে একাধিক সাফল্য মিলেছে তা বলাই বাহুল্য।  বিশেষ করে জঙ্গিদের কার্যকলাপের উপর বিশেষ নজর রেখেই তবে তা করা হয়েছে। এবং এই জন্য বিশেষ কিছু ব্যবস্থাও নেওয়া হয়েছিল। সুত্র মারফৎ জানা গিয়েছে যে চলতি বছর অর্থাৎ ২০২০তে ১৭৭জন সন্ত্রাসবাদীকে ৭২টি এ্যন্টি টেরোরিস্ট অপরেশেনে খতম করা হয়েছে।

২০২৭ সালের মধ্যে কত হাজার স্যাটেলাইট পৃথিবীর বিভিন্ন দেশে পাঠাবে ভারত?

নিউজ ডেস্কঃ ভারতবর্ষ মহাকাশ গবেষণায় পৃথিবীর বাকি দেশ গুলি থেকে যে অনেক এগিয়ে তা ইতিমধ্যে প্রমান পাওয়া গেছে। মহাকাশ গবেষণায় আরও প্রভাব ফেলবে ভারত ভবিষ্যতে। ২০২৭সালের মধ্যে ৭০০০ছোট স্যটেলাইট পৃথিবীর বিভিন্ন দেশ পাঠাবে। যার মূল্য $৩৮বিলিয়ন। ভারতের SSLV তৈরি হলে এই বাজারের অনেক বড় অংশ ভারত পাবে। স্যাটেলাইট গুলি কম খরচে পাঠানোর ক্ষেত্রে ভারতের বড় ভূমিকা গ্রহন করবে।

ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের একটি পরীক্ষামূলক ভার্সন এর পরীক্ষা সম্পন্ন হয়েছে। কবে আসছে আরও অত্যাধুনিক ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান?

নিউজ ডেস্কঃ পৃথিবীর প্রথম পঞ্চম প্রজন্মের বিমান তৈরি করেছে আমেরিকা। সারা বিশ্বকে চমকে দিয়ে তারা আজ থেকে ২ দশক অর্থাৎ ২০ বছর আগে তাদের পঞ্চম প্রজন্মের বিমান ফ্লাইট টেস্ট করে। এর পর তা প্রায় ১০ বছর আগেই তাদের পঞ্চম প্রজন্মের বিমান সার্ভিসে নিয়ে আসে। এখনও পর্যন্ত আমেরিকার কাছেই শুধু পঞ্চম প্রজন্মের বিমান সার্ভিসে আছে। এছাড়া আর কোনও দেশের হাতে এই পঞ্চম প্রজন্মের বিমান নেই। রাশিয়ার বায়ুসেনার হাতে এখনও পর্যন্ত পঞ্চম