নিউজ ডেস্কঃ ভারতীয় বায়ুসেনা প্রচুর ইসরায়েলের বোম্ব ব্যবহার করে থাকে। স্পাইস ২০০০। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বোম্বের মধ্যে একটি। তবে অনেকেরই অজানা একটি বিষয় আছে তা হল ভারতের হাতেও অর্থাৎ DRDO ঠিক একইরকম একটি বোম্ব তৈরি করেছে যার নাম গুরুথামা(GURUTHAMA)। এটি DRDO র তৈরি লংরেঞ্জ স্মার্ট গাইডেড বোম্ব।
যেখানে ইসরায়েলের Spice-2000 এর রেঞ্জ ৭০ কিমি সেখানে Guruthama এর রেঞ্জ ১০০ কিমি। এটি বেশ কয়েকবার সুখোই ৩০ এমকেআই থেকে সফলভাবে টেস্ট করা হয়েছে। তবে অজানা এক কারনে এখনও অর্ডার ই করা হয় নি। একথা সঠিক যে Spice -2000 বিশ্বমানের। কিন্তু DRDO এর তৈরি এই বোম্বের মানও কিছু কম নয় বরং রেঞ্জ আরো বেশি। কিছু অর্ডার দিলে হয়ত ভারতীয় বায়ুসেনার পাশাপাশি দেশীয় জিনিসের ব্যবহার বাড়ত! ইসরাইলের Spice -2000 অত্যন্ত দামি, সেক্ষেত্রে এর দামও বেশ কম। কিন্তু যদি ব্যবহার ই না করা হয় তাহলে এর গুরুত্ব বোঝা যাবে কি করে?